Virat Kohli Birthday: ব্যাটে রান নেই, কোহলির জন্মদিনে বজরঙ্গবলীর ছবি এঁকে হাজির ভক্ত
King Kohli: ফের ছন্দ হারিয়েছেন কোহলি। তাঁর ব্যাটে রানের খরা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রান পাননি। ৩ ম্যাচে ৯২ রান করেছেন। গড় ১৫.৫০।
মুম্বই: তাঁকে একটা সময় মনে করা হতো বিশ্বের শ্রেষ্ট ব্যাটার। সচিন তেন্ডুলকরের একশো সেঞ্চুরির রেকর্ড তিনিই ভাঙবেন, নিশ্চিত ছিলেন সকলে। ওয়ান ডে বিশ্বকাপের সময় এমনিতেই বিরাট কোহলি (Virat Kohli) সচিনকে ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যায় টপকে গিয়েছে। সর্বমোট সেঞ্চুরির সংখ্যায় মাস্টার ব্লাস্টারকে কিংগ কোহলির ছাপিয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা মনে করা হচ্ছিল।
কিন্তু ফের ছন্দ হারিয়েছেন কোহলি। তাঁর ব্যাটে রানের খরা। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রান পাননি। এমনকী, ভারতের টেস্ট দল নিউজ়িল্যান্ডের কাছে দেশের মাটিতে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর বিভিন্ন মহল থেকে রোহিত শর্মা ও কোহলিকে সরানোর দাবিও উঠে পড়েছে।
তবু ৫ নভেম্বরের দিনটির অপেক্ষায় থাকেন ভক্ত-অনুরাগীরা। প্রত্যেক বছরের মতোই। কারণ, এই দিনেই বিরাট কোহলির জন্মদিন। মঙ্গলবার ৩৬ পূর্ণ করলেন কোহলি। ভাসলেন শুভেচ্ছাবার্তায়। দেশ-বিদেশের ভক্তরা শুভেচ্ছা জানালেন, প্রিয় নায়কের জন্য পাঠালেন উপহার।
তবে জন্মদিনের আগের দিন এক ভক্তের কাছে বিশেষ এক উপহার পেলেন কোহলি। এক অনুরাগী তাঁর জন্য় হনুমানজির ছবি এঁকে এনেছিলেন। মুম্বইয়ে কোহলির হোটেল রুমে তাঁর সঙ্গে দেখা করে প্রিয় নায়কের হাতে সেই পেন্টিং তুলে দিলেন ওই ভক্ত।
সম্প্রতি কোহলিকে বিভিন্ন নাম সংকীর্তণে দেখা যাচ্ছে। অনেকেই বলাবলি করছেন যে, আধ্যাত্মিক দিকে আকর্ষিত হচ্ছেন বিরাট। সেই বিষয়টি মাথায় রেখেই কি ভক্ত বজরঙ্গবলীর ছবি এঁকে নিয়ে গিয়েছেন? অনেকেই ভক্তের মানসিকতার প্রশংসা করেছেন। বলেছেন, নায়কের মনের অবস্থা বুঝে সেরা উপহার নিয়ে গিয়েছেন। সেই ভক্তের সঙ্গে কথা বলার সময় কোহলিকে উচ্ছ্বসিত দেখিয়েছে।
A fan gifted the Lord Hanuman Ji Portrait to Virat Kohli in Mumbai.🙏
— Tanuj Singh (@ImTanujSingh) November 4, 2024
- THIS IS BEAUTIFUL..!!!! ❤️ pic.twitter.com/BzQFdcF19h
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্স ভারতের। দেশের মাটিতে ৩ ম্যাচের ৩টিই হেরেছেন রোহিত শর্মারা। দেশের মাটিতে ৩ ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম হোয়াইটওয়াশ হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বর্ডার-গাওস্কর সিরিজের আগে তাই বেশ চাপে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচে ৯২ রান করেছেন। গড় ১৫.৫০। সর্বোচ্চ স্কোর ৭০। পুণের দ্বিতীয় ইনিংসের সেই রান বাদে বাকি ৫ ইনিংসে মাত্র ২০ করেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।