Virat Kohli: প্রাক্তন সতীর্থকে ভোলেননি কোহলি, ছেলের জন্য পাঠালেন উপহার, জিতে নিলেন মন
IPL 2025: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রানে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli) । চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ঠিক আগে যা স্বস্তি দেবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রানে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli) । চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ঠিক আগে যা স্বস্তি দেবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছে গিয়েছে ভারতীয় দল । টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, আগামী ১৯ ফেব্রুয়ারি । তার আগে মন জিতে নিলেন কোহলি । প্রাক্তন সতীর্থের ছেলের জন্য পাঠালেন দারুণ এক উপহার ।
কেভিন পিটারসেন (Kevin Pietersen) । ইংল্যান্ডের প্রাক্তন তারকা এক সময় কোহলির (Virat Kohli) সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সিতে আইপিএলে খেলেছেন । সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড টি-২০ ও ওয়ান ডে সিরিজে ধারাভাষ্য দেওয়ার জন্য ভারতে এসেছিলেন কেপি । তাঁর ছেলে ডাইলানের জন্য উপহার পাঠালেন বিরাট ।
স্যুইচ হিটের প্রবর্তক কেপি সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সেই খবর । বিরাটের স্বাক্ষরিত জার্সি হাতে ডাইলানের ছবি পোস্ট করেছেন পিটারসেন । সেই জার্সিতে বিরাট লিখে দিয়েছেন, 'ডাইলানকে শুভেচ্ছা সহ ।' কেপি ছবিটি দিয়ে লিখেছেন, 'বিরাটের দেওয়া উপহার বাড়ি ফিরে ডাইলানের হাতে তুলে দিলাম ।'
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে কোহলিকে ঘিরেই উন্মাদনা । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে । সেখানে করাচির জাতীয় স্টেডিয়ামের বাইরে উঠেছে কোহলি, কোহলি ধ্বনি । সমর্থকদের কারও পরনে ছিল আরসিবির জার্সি, কেউ আবার পাকিস্তান জাতীয় দলের জার্সি পরে এসেছিলেন । তবে সকলের মুখে শোনা যায় একটাই নাম, বিরাট কোহলি । কেউ কেউ 'বিরাট কোহলি জিন্দাবাদ' ধ্বনিও তোলেন, আবার অনেককে বলতে শোনা যায় কোহলিই 'আসল কিংগ' ।
View this post on Instagram
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মাটিতে ভারতের মহাতারকাকে নিয়ে এহেন উচ্ছ্বাস, উন্মাদনা কোহলির জনপ্রিয়তার ছবিটাই তুলে ধরছে । সেই কারণেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে ।
আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?




















