IPL 2025: পিছিয়ে যাচ্ছে আইপিএল! প্রথম দিনই কোহলি দর্শনের সুযোগ, ইডেনের টিকিট নিয়ে হাহাকার শুরু হল বলে
IPL Schedule: প্রথমে ঠিক ছিল, আইপিএল শুরু হবে ২১ মার্চ, শুক্রবার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই সিদ্ধান্তে বাদ সাধে সম্প্রচারকারী সংস্থা।

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলের (IPL 2025) প্রথম দিনই বিরাট-শো ইডেন গার্ডেন্সে!
সব কিছু ঠিকঠাক চললে আসন্ন আইপিএলের প্রথম ম্যাচেই ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bengaluru)। যার অর্থ, আইপিএলে প্রথম দিনই বাংলার ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবেন বিরাট কোহলিকে। ইডেনের বুকে নেমে পড়বেন কিংগ কোহলি। এখন থেকেই যে ম্যাচ নিয়ে উত্তাপ বাড়ছে।
প্রথমে ঠিক ছিল, আইপিএল শুরু হবে ২১ মার্চ, শুক্রবার। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই সিদ্ধান্তে বাদ সাধে সম্প্রচারকারী সংস্থা। তারা চেয়েছিল, আইপিএল শুরু হোক সপ্তাহান্তে। যাতে উদ্বোধনের দিনই ঝড় তোলা যায় দর্শকসংখ্যায়। সেই মতো ঠিক হয়েছে, একদিন পরে, অর্থাৎ ২২ মার্চ, শনিবার শুরু হবে আইপিএল।
আর এখনও পর্যন্ত যা খবর, তাতে প্রথম দিনই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মনে করিয়ে দেওয়া যাক, আইপিএলের নিয়ম অনুযায়ী উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয় সেই মাঠে, যে শহরের দল আগেরবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। সেই নিয়মেই এবার উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হবে ইডেনে। সঙ্গে একটি কোয়ালিফায়ারও হবে ইডেনে। সব মিলিয়ে এবারের আইপিএলে ৯টি ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে।
আর আইপিএলের বোধন হতে পারে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে। অর্থাৎ, টুর্নামেন্টের প্রথম দিনই বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট-প্রাপ্তি। আরসিবির জার্সিতে মাঠে নেমে পড়বেন বিরাট কোহলি। সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের বিরুদ্ধে খেলবেন কোহলি, রজত পাতিদাররা।
আইপিএলের সূচি এখনও চূড়ান্ত নয়। তবে প্রাথমিক সূচি তৈরি। গোটা ঘটনার সঙ্গে অবগত, এমন এক কর্তা এবিপি আনন্দকে বললেন, 'মোটামুটিভাবে ঠিক হয়েছে ২২ মার্চ ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। ২৫ মে ইডেনেই হবে ফাইনাল।'
টুর্নামেন্টের দ্বিতীয় দিনই থাকবে ডাবল হেডার। অর্থাৎ জোড়া ম্যাচ। একটি বিকেলে। একটি রাতে। আর সেদিনই মাঠে নেমে পড়বেন আইপিএলের আর এক মধ্যমণি - মহেন্দ্র সিংহ ধোনি। ২৩ মার্চ হায়দরাবাদে গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ বিকেলের ম্যাচে খেলতে পারে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেদিনই সন্ধ্যায় ধোনির চেন্নাই সুপার কিংস খেলতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে এক কর্তা বলছিলেন, 'টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ধোনি বনাম রোহিত শর্মা লড়াই হওয়ারই কথা। ম্যাচটি হতে পারে চিপকে।'
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের ঠিক ১২ দিন পর শুরু হতে চলেছে আইপিএল। মোট ১২টি মাঠে হবে খেলা। দশ ফ্র্যাঞ্চাইজি দলের হোমগ্রাউন্ড ছাড়াও খেলা হবে গুয়াহাটি ও ধর্মশালায়।
আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ হওয়ার কথা। ২২ মার্চ ইডেনের টিকিটের জন্য হাহাকার পড়ল বলে...
আরও পড়ুন: উৎসাহ দিয়েছেন সৌরভও, বাংলার প্রথম মহিলা হিসাবে দুর্দান্ত নজির গড়তে চলেছেন বিউটি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
