Virat Kohli Records: বর্ডার-গাওস্কর ট্রফিতে তিন রেকর্ড গড়ার হাতছানি বিরাট কোহলির সামনে
Virat Kohli: অজিদের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট কোহলি এখনও পর্যন্ত মোট সাতটি শতরান হাঁকিয়েছেন।
নয়াদিল্লি: বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের ফলাফলের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। এই সিরিজে ভারতের ভাল ফলাফলের জন্য বিরাট কোহলির (Virat Kohli) ভাল খেলাটা ভীষণই জরুরি। আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) একাধিক রেকর্ড নিজের নামে করার হাতছানি রয়েছে কোহলির সামনে।
তিন রেকর্ড
২০১৮ সালে পারথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। তিনি নতুন বছরেরর শুরুটাও দারুণভাবে করেছেন। আসন্ন সিরিজে বিরাট কোহলি যদি নিজের ফর্ম ধরে রেখে শতরান করতে পারেন, তাহলেই তিনি বর্ডার-গাওস্কর ট্রফিতে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন ভারতের তারকা ব্যাটার। আপাতত তিনি সাতটি শতরান করেছেন। আরেকটি শতরান করলেই তিনি যুগ্মভাবে সুনীল গাওস্কর ও স্টিভ স্মিথ সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ আটটি শতরান করে ফেলবেন।
টেস্টে ৮১১৯ রান করা বিরাট কোহলি টেস্টে ভারতের সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি চার টেস্ট ম্যাচে যদি অন্তত ৩৯১ রান করতে পারেন, তাহলেই তিনি বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেলে টেস্টে পঞ্চম সর্বোচ্চ ভারতীয় সংগ্রাহক হয়ে যাবেন। সহবাগ টেস্টে ভারতের হয়ে ৮৫০৩ রান করেছেন। এছাড়া কোহলি আর ৬৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব গড়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে।
কোহলি বর্তমানে ৫৪৬ ইনিংসে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ২৪৯৩৬ রান করেছেন। তিনি এই সিরিজে ২৫ রানের মাইলফলক স্পর্শ করতে পারলেই দ্রুততম ব্যাটার হিসাবে তা করবেন। আপাতত সচিনের দখলে এই রেকর্ড রয়েছে। ভারতীয় কিংবদন্তি ৫৭৬ ইনিংস খেলে ২৫ হাজার রান আন্তর্জাতিক রান করেছিলেন।
হারাল ফোন
বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগেই বিরাট কোহলির জন্য দুঃসংবাদ। আনবক্সিংয়ের আগেই নিজের নতুন ফোন হারিয়ে ফেললেন কোহলি? অনন্ত নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি এমনটাই জানিয়েছেন। মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি নিজের সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে কোহলি ফোন হারানোর খবরটি জানান। তিনি লেখেন, 'আনবক্সিংয়ের আগেই নতুন ফোন হারানোর থেকে বেশি কষ্টকর আর কিছুই হতে পারে না। কেউ কি আমার ফোনটা দেখতে পেয়েছেন?' বিরাটের এই পোস্টটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় বিরাটের এই পোস্টটিতে লাইকের সংখ্যা ৭৩ হাজার পার করেছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার দুর্ভোগ বাড়িয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন আরও এক তারকা?