IND vs BAN: ভারত-বাংলাদেশ সিরিজ়ের আগে চেন্নাইয়ের তপ্ত পরিবেশে কড়া ফিল্ডিং অনুশীলনে জয়ী বিরাট কোহলির দল
Indian Cricket Team: বোলার এবং অলরাউন্ডার এক গ্রুপ এবং ব্যাটাররা এক গ্রুপ, গোটা ভারতীয় দলকে এই দুই ভাগে ভাগ করে চেন্নাইয়ে অনুশীলন করানো হয়।
চেন্নাই: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) দুই ম্যাচের টেস্ট সিরিজ়। তার আগেই জোরকদমে চলছে প্রস্তুতি। সেই অনুশীলনেই ফিল্ডিং কোচ টি দিলীপের (T Dilip) তত্ত্বাবধানে ভারতীয় দলের তারকারা দুই ভাগে বিভক্ত হয়ে ফিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেই প্রতিযোগিতায় জয় পেল বিরাট কোহলির দল।
বিসিসিআইয়ের তরফে এক ভিডিও আপলোড করা হয়েছে যেখানে কেএল রাহুল, কোহলি, রবীন্দ্র জাডেজারা ফিল্ডিং ড্রিলে মাতেন। দিলীপের মতে গোটা দলকে ফিল্ডিং সেশনে নিয়োজিত করার চেষ্টা থেকেই এই অভিনব অনুশীলনের আয়োজন করা হয়। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দিলীপকে বলতে শোনা যায়, 'আজকের অনুশীলনের প্রধান লক্ষ্য ছিল সকলকে একত্রিতভাবে এই ড্রিলে অংশগ্রহণ করানো। এই অনুশীলনকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। চেন্নাইয়ের অত্যাধিক আদ্রর্তার কথা মাথায় রেখে প্রথম ভাগে ফিল্ডিং অনুশীলন করানো হয়। সেই কারণেই অনুশীলনের পরিমাণ কম ছিল তবে তার ইনটেনসিটি যাতে না কমে, সেটা নজরে রেখেছিলাম।'
তিনি আরও যোগ করেন, 'আমরা গোটা দলকে দুইভাগে ভাগ করে ক্যাচিংয়ের অনুশীলন করাচ্ছিলাম। দুই গ্রুপের মধ্যে যারা কম ভুল করবে তারাই প্রতিযোগিতা জিতত। আজকের প্রতিযোগিতাটায় বিরাটের দল জিতেছে।' মূলত আউটফিল্ড এবং ব্যাটের কাছাকাছি অঞ্চলে ফিল্ডিং করার অনুশীলন হয় এদিন। 'আমরা বোলার এবং অলরাউন্ডারদের এক গ্রুপে রেখে আউটফিল্ড এবং ইনফিল্ডে আগ্রাসী গ্রাউন্ড ফিল্ডিংয়ে জোর দেওয়া হয়েছে। অপরদিকে, ব্যাটারদের স্লিপ ফিল্ডিং, শর্ট লেগ, সিলি পয়েন্টে রিফ্লেক্স ক্যাচিংয়ের অনুশীলন করানো হয়েছে। মোটের ওপর আমি বলব একটা দারুণ অনুশীলন সেশন হল।'
Intensity 🔛 point 😎🏃♂️
— BCCI (@BCCI) September 16, 2024
Fielding Coach T Dilip sums up #TeamIndia's competitive fielding drill 👌👌 - By @RajalArora #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/eKZEzDhj9A
ইতিমধ্যেই বাংলাদেশ ভারতে চলে এসেছে। পাকিস্তানকে গত সিরিজ়েই হারিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সেই আত্মবিশ্বাসে টগবগ করে ফোটা বাংলা টাইগারদের যে হারানো সহজ হবে না, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রঞ্জি মরশুম শুরুর আগে অনবদ্য ফর্মে অর্জুন তেন্ডুলকর, বল হাতে নয় উইকেট নিলেন সচিন-পুত্র