Virat Kohli: টেস্ট কেরিয়ারকে বাঁচাতে নতুন বছরে এই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন বিরাট
Virat Kohli Update: এই পরিস্থিতিতে কোহলির লাল বলের ফর্ম্য়াটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রত্যাবর্তন তো এর আগেও করেছেন।
মুম্বই: অস্ট্রেলিয়া সিরিজে তাঁর ব্যাটিং ব্য়র্থতার পরই গেলো গেলো রব উঠে গিয়েছে। একই ছক কষে বারবার অজি পেসাররা অফস্টাম্পের বাইরের বলে নিশানা করে বিরাটকে ফাঁদে ফেলেছেন। আর প্রাক্তন ভারত অধিনায়ক বারবার সেই ফাঁদে পাও দিয়েছেন। গোটা সিরিজে প্রায় আটবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফিরেছেন। এই পরিস্থিতিতে কোহলির লাল বলের ফর্ম্য়াটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। কিন্তু প্রত্যাবর্তন তো এর আগেও করেছেন। হয়ত এখানেও সব সমালোচকদের সমালোচনার জবাব দিতে চান ব্যাট হাতেই। আর তাই নতুন বছরেই নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কিং কোহলি। সামনেই ইংল্যান্ড সফর আগামী জুনে। সেখানে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে খেলতে যাওয়ার আগে বিরাট এবার আইপিএল নয়, কাউন্টি ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছেন।
সূত্রের খবর, নিজের টেস্ট ক্রিকেট কেরিয়ার বাঁচাতে কাউন্টি ক্রিকেট খেলতে পারেন বিরাট। সেক্ষেত্রে আইপিএলের সঙ্গে কাউন্টির মরশুম দুটোই একসঙ্গে চলবে। শোনা যাচ্ছে আরসিবির হয়ে শুরুতে কয়েকটি ম্যাচে হয়ত খেলতে নামবেন কোহলি। কিন্তু যদি তাঁর দল প্লে অফে না পৌঁছায়, অথবা তেমন কোনও সম্ভাবনা তৈরি হয় সেক্ষেত্রে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে আগেই পাড়ি জমাবেন বিরাট।
ইংল্য়ান্ডের মাটিতে ২০১৪ মরশুমে জেমস অ্য়ান্ডারসন বিরাটকে বারবার সমস্যায় ফেলেছিলেন। স্যুইংয়ে নাস্তানাবুদ হয়েছিলেন কোহলি। সেখানেও অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হতেন বারবার। কিন্তু পরের বার সেই রোগ সারিয়ে তুলেছিলেন বিরাট। আর ভুল করেননি পরের ইংল্যান্ড সিরিজে। ভারত সিরিজ হারলেও বিরাট প্রচুর রান করেছিলেন। কিন্তু এবার অস্ট্রেলিয়া সিরিজে সেই রোগ আবার ধরা পড়েছে। আর তাতেই অনেক প্রাক্তন ক্রিকেটারও পরামর্শ দিয়েছেন কোহলিকে যে কাউন্টি ক্রিকেট খেলা উচিৎ তাঁর। কোহলি যদি কাউন্টি ক্রিকেট খেলেন, তবে এটাই হবে প্রাক্তন ভারত অধিনায়কের প্রথমবার কাউন্টি খেলা। এর আগে দেশের প্রচুর তাবড় তাবড় ক্রিকেটার কাউন্টি ক্রিকেট খেলেছেন। কোহলিও হয়ত সেই তালিতায় নাম লেখাতে চলেছেন।
উল্লেখ্য, ভারতে শেষবার বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলেছিলেন আজ থেকে ১৩ বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের ২০০৮ সালে। আর ২০১২ সালে শেষবার দিল্লির জার্সিতে রঞ্জি ম্য়াচ খেলেছিলেন কিং কোহলি। শেষ রঞ্জি ম্য়াচে বিরাট দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪ ও ৪২ রান।