Virat Kohli 'হোমগ্রাউন্ড' চিন্নাস্বামীতেই বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলবেন বিরাট কোহলি?
Vijay Hazare Trophy: দেড় দশক পরে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামবেন বিরাট কোহলি। ২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বিজয় হাজারে ট্রফি।

বেঙ্গালুুরু: শেষবার তাঁকে এই মাঠে দেখা গিয়েছিল আইপিএলের ট্রফি হাতে দর্শকদের অভিবাদন কুড়োতে। কিন্তু সেইসময় মাঠের বাইরে অরাজকতা তারপর আরসিবি সমর্থকদের পদপিষ্ট হওয়ার ঘটনার কথা সকলেই জানেন। সেই দুর্ভাগ্যজনক ঘটনার পর অবশেষে চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরতে চলেছে ক্রিকেট। আর সেই ম্যাচে খেলতে দেখা যেতে পারে স্বয়ং বিরাট কোহলিকে (Virat Kohli)।
প্রায় দেড় দশক পর বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামতে চলেছেন বলে আগেই দিল্লি ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছিল। তাঁর সঙ্গে দলে রাখা হয়েছে ঋষভ পন্থকেও। দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার তরফে বিবৃতিতে লেখা হয়েছে, 'আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য দিল্লির প্রাথমিক দল বাছার কাজ শেষ করেছেন নির্বাচকেরা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির দলে যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই বিজয় হাজারে ট্রফির জন্য সম্ভাব্য দলে রাখা হয়েছে। তার সঙ্গে বিজয় হাজারে ট্রফির জন্য সম্ভাব্য দলে যোগ করা হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে।'
খবর অনুযায়ী বিরাট, ঋষভরা নিজেদের বিজয় হাজারে ট্রফির সমস্ত ম্য়াচগুলিই চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে। সদ্যই কর্ণাটক ক্রিকেট সংস্থার নবনির্বাচিত সভাপতি বেঙ্কটেশ প্রসাদ কর্ণাটক সরকারের তরফে চিন্নাস্বামী স্টেডিয়ামে পুনরায় ম্যাচ আয়োজন করার জন্য ছাড়পত্র পেয়েছেন। জুন মাসে সেই পদপিষ্ট হওয়ার ঘটনার পরে চিন্নাস্বামীতে আর কোনও ম্যাচ আয়োজিত হয়নি। এমনকী মহিলাদের বিশ্বকাপের ম্যাচও চিন্নাস্বামী থেকে সরিয়ে নেওয়া হয়।
তবে রবিবার কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে নিজের ভোটদান করতে এসে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে পরের মরশুমে চিন্নাস্বামী স্টেডিয়ামেই আইপিএলের ম্যাচগুলি খেলা হবে। সেই উদ্দেশ্যেই ধীরে ধীরে আইপিএলের আগে প্রস্তুতি সারতে বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলি এই মাঠে আয়োজন করা হবে। খবর অনুযায়ী বিরাট কোহলি এবং ঋষভ পন্থের জনপ্রিয়তার কথা মাথায় রেখে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ম্যাচগুলির জন্য বেশ কিছু স্ট্যান্ডও খুলে দেওয়ার পরিকল্পনা করছে যাতে দুই থেকে তিন হাজার সমর্থক মাঠে বসে কোহলিদের খেলা দেখতে পারেন।
দিল্লি সাতটি লিগ ম্য়াচ খেলবে মুস্তাক আলিতে। তার মধ্যে তিনটি ম্যাচে বিরাট কোহলিকে খেলতে দেখতে পাওয়া যেতে পারে। ২৪ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের সঙ্গে, ২৬ ডিসেম্বর গুজরাতের সঙ্গে, ৬ জানুয়ারি রেলওয়েজের সঙ্গে এই ম্যাচগুলিতেই কোহলির নামার সম্ভাবনা প্রবল। ২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বিজয় হাজারে ট্রফি। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে কোহলির মতোই পুরো বিজয় হাজারেতে না খেললেও কয়েকটি ম্যাচে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে রোহিত শর্মাকেও।




















