Virat Kohli: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন কোহলি
Virat Kohli Injury Update: পাশাপাশি ভারতের একাদশও ঘোষণা করে দেন রোহিত। জানান, একসঙ্গে ওয়ান ডে অভিষেক হচ্ছে দুই তরুণ তুর্কির। যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা।

নাগপুর: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত (India vs England)। নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে খেলতে পারছেন না বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে ছাড়াই মাঠে নামছে ভারত।
কেন? কী হয়েছে কোহলির?
টসের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit) জানান, বুধবার রাতে আচমকাই চোট লেগেছে কোহলির। রোহিত বলেন, 'গতকাল রাতে বিরাটের হাঁটুতে চোট লেগেছে। সেই কারণে ও এই ম্যাচে খেলতে পারছে না। ওকে ছাড়াই নামছি আমরা।'
পাশাপাশি ভারতের একাদশও ঘোষণা করে দেন রোহিত। জানান, একসঙ্গে ওয়ান ডে অভিষেক হচ্ছে দুই তরুণ তুর্কির। যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা। রোহিত বলেন, 'এই ম্যাচে ওয়ান ডে অভিষেক হচ্ছে যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানার।' এর আগে দুজনই ভারতের হয়ে টেস্ট ও টি-২০ খেললেও ৫০ ওভারের ফর্ম্যাটে এই প্রথম।
আরও পড়ুন: ইডেনে খেলবেন রাহানে, সূর্যকুমার, শিবম দুবেরা? চলতি সপ্তাহেই হতে পারে মেগা ম্যাচ
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। আর ৯৪ রান করলে ওয়ান ডে ক্রিকেটে ১৪০০০ রান হয়ে যাবে বিরাট কোহলির। তিনিই হবেন ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রানের মালিক। আর ১২ রান করলে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটার হয়ে যাবেন বিরাট। ৬৯ ম্যাচে ৩৯৯০ রান করে আপাতত যে রেকর্ড ধরে রেখেছেন সচিন তেন্ডুলকর।
1st ODI.India XI: R. Sharma (C), Y. Jaiswal, S. Gill, K. L. Rahul (wk), S. Iyer, H. Pandya, R. Jadeja, A. Patel, M. Shami, H. Rana, K. Yadav. https://t.co/lWBc7oPRcd #INDvENG @IDFCFIRSTBank
— BCCI (@BCCI) February 6, 2025
আর ২১ রান করলে বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ হাজার রান সম্পূর্ণ করবেন কোহলি। ৫০২৮ রান করে তালিকার শীর্ষে স্যর ডন ব্র্যাডম্যান। আর ২০৬ রান করলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় হয়ে যাবেন কোহলি। আপাতত ১৫৪৬ রান সহ তালিকার শীর্ষে মহেন্দ্র সিংহ ধোনি।
তবে নাগপুরে খেলতে না পারায় কোহলির রেকর্ডবুকও জোরাল ধাক্কা খেল।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শুভমন গিল (সহ অধিনায়ক), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, কে এল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মহম্মদ শামি।
আরও পড়ুন: 'সৌরভও বিনিয়োগ করছে', বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আর কী বললেন মমতা?




















