IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ফের জ্বলল কোহলির ব্যাট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁকালেন প্রথম সেঞ্চুরি
Virat Kohli: ১১১ বলে নিজের কেরিয়ারের ৫১তম ওয়ান ডে শতরান পূরণ করলেন বিরাট কোহলি।

দুবাই: তাঁর ফর্ম নিয়ে প্রচুর জল্পনা-কল্পনা ছিল। কিন্তু সেইসব জল্পনার জবাব দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। মতান্তরে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) সবথেকে বড় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে (IND VS PAK) জ্বলে উঠল তাঁর ব্য়াট। চার মেরে সেঞ্চুরি করলেন তিনি। এটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর প্রথম শতরান। ১১১ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি।
বিরাট কোহলির ব্যাট থেকে যে সাম্প্রতিক সময়ে কাঙ্খিত রান আসেনি, তা বলতে বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে শেষ ম্যাচে অর্ধশতরান হাঁকালেও বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ফের একবার বড় রান করতে ব্যর্থ হন তিনি। প্রশ্ন উঠে তাঁর ফর্ম নিয়ে। তবে প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন সিংহভাগ সময়ই বিশেষত ওয়ান ডেতে কোহলির ব্যাট কথা বলে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেও ফের একবার সেই ছবিই দেখা গেল। ফের জ্বল 'কিং কোহলি'র ব্যাট।
পাকিস্তানের বিরুদ্ধে ২৪২ রানের লক্ষ্য খুব একটা বড় ছিল না। তবে অধিনায়ক রোহিত শর্মা দ্রুতই সাজঘরে ফেরায় সেখানে কোহলির ক্রিজে টিকে থাকাটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। ঠিক সেটাই করলেন কোহলি। রবিবার ফের একবার প্রমাণ করলেন কেন তাঁকে চেজ়মাস্টার বলা হয়। প্রথমে গিলের সঙ্গে মিলে ৬৯ রানের পার্টনারশিপে ইনিংসকে স্থিরতা প্রদান করেন তিনি। তারপর শ্রেয়সের সঙ্গে তৃতীয় উইকেটে ১১৪ রানের ইনিংস ভারতের জয় নিশ্চিত করে ফেলে।
তবে কোহলি যখন সেঞ্চুরির দোরগোড়ায় তখন শাহিন শাহ আফ্রিদির পরপর ওয়াইড বলে ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছিল। তবে শেষমেশ কোহলি সকলকে মনকামনা পূরণ করলেন। তাঁর ব্যাট থেকেই এল উইনিং শট। ট্রেডমার্ক কভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে কোহলি ভারতের জয়ও সুনিশ্চিত করেন এবং নিজের কেরিয়ারের ৫১তম ওয়ান ডে শতরানও হাঁকালেন বিরাট। এই ম্যাচে কিন্তু তাঁর ব্যাট থেকে রেকর্ডও এল।
সেঞ্চুরি ইনিংসের সুবাদে কোহলি ১৪ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করে ফেললেন। সচিন তেন্ডুলকর ও কুমার সঙ্গকারার পর মাত্র তৃতীয় ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। তবে সচিন ১৪ হাজার ওয়ান ডে রান করতে নিয়েছিলেন ৩৫০টি ইনিংস, কোহলি নিলেন ২৮৭ ইনিংসে। এই ইনিংসের সুবাদেই রিকি পন্টিংকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সব ফর্ম্যাট মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন তিনি। পন্টিংয়ের ২৭,৪৮৩ রানের গণ্ডি পার করে ফেললেন তিনি। এক্ষেত্রেও তাঁর সামনে কেবল সচিন ও সঙ্গকারা।
'মাস্টার ব্লাস্টার'-কে রানের নিরিখে তিনি ছাপিয়ে যেতে পারবেন কি না, তা সময়ই বলবে। তবে আজ যে কোহলি আবারও নিজেকে প্রমাণ করে দিলেন এবং ব্যাটেই সমালোচকদের যোগ্য জবাব দিলেন, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে সৌভ্রাতৃত্বের ছবি, ভারত-পাকিস্তান ম্যাচে মন জিতলেন বিরাট, বাবর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
