Lionel Messi: ট্রফি নম্বর ৪৬! চোখধাঁধানো ফ্রি-কিক মেসির, লিওর দাপটে খেতাব এল ইন্টার মায়ামির ঘরে
Inter Miami: গত বছর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর নিজের দ্বিতীয় ট্রফি জিতলেন লিওনেল মেসি।
মায়ামি: সময়, ক্লাবের জার্সি, প্রতিপক্ষ, সবই বদলায়, খালি বদল হয় না তাঁর। তিনি লিওনেল মেসি (Lionel Messi)। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে লিওনেল মেসির নিখুঁত ফ্রি-কিকে অ্যালিসন বেকারের পরাস্ত হওয়ার ভিডিও টাইমলাইনে আসলে এখনও খানিক থমকে ভিডিওটা পুরোটা দেখেন মেসিভক্তরা। সেই ফ্রি-কিকেরই সমতুল্য এক স্পটকিকে ফের একবার চর্চার কেন্দ্রে 'এলএম১০'।
কলম্বাস ক্রুয়ের বিরুদ্ধে এমএলএস সাপোটার্স শিল্ড খেলতে নেমেছিলেন মেসি। সেই ম্যাচেই ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে এক চোখধাঁধানো ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। আর্জেন্তাইন মহাতারকার ঠিকানা লেখা ফ্রি-কিকে প্রতিপক্ষের গোলরক্ষক নিজের জায়গা থেকে কার্যত নড়তেই পারেননি। এটি মেসির কেরিয়ারে ফ্রি-কিক থেকে ৬৬তম গোল। তিন সরাসরি থেকে ফ্রি-কিক থেকে গোল করার বিষয়ে ডেভিড বেকহ্যামকে পিছনে ফেলে দিলেন। বেকহ্যাম আবার ঘটনাক্রমে ইন্টার মায়ামির কর্নধারও বটে। মেসি তাঁর রেকর্ড ভাঙায় এক্ষেত্রে কিন্তু বেকহ্যামের আনন্দিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
কলম্বাসের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পায় ইন্টার মায়ামি। ম্যাচে ফ্রি-কিক থেক অনবদ্য গোল বাদেও, আর একবার কলম্বাসের নেটে বল জড়ান তিনি। জিতে নেন নিজের কেরিয়ারের ৪৬তম ট্রফিটি। তবে মেসির জোড়া গোলের পরেও কিন্তু ইন্টার মায়ামির ট্রফি জয় নিশ্চিত ছিল না। সেক্ষেত্রে প্রয়োজন হয় গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারের। ৮৪তম মিনিটে ড্রেক দুরন্তভাবে পেনাল্টি বাঁচান। সেই পেনাল্টি সেভ না করলে সম্ভবত ইন্টারের খেতাব জয়ের স্বপ্নও অধরাই হয়ে যেত।
LA MURALLA CALLENDER🧤🧱 pic.twitter.com/H3TLfrM3JL
— Inter Miami CF (@InterMiamiCF) October 3, 2024
২০২৩ সালে ইউরোপ ছেড়ে নতুন চ্যালেঞ্জের খোঁজে মার্কিন মুলুকে পাড়ি দেন মেসি। তারপর এই নিয়ে ইন্টারের জার্সি গায়ে মেসির হাতে এল দ্বিতীয় ট্রফি। এর আগে তিনি লিগস কাপ জিতেছিলেন। পরিবেশ, পরিস্থিতি বদলালেও মেসির জয়ের খিদে বা যোগ্যতা কোনওটাতেই যে বয়সের সঙ্গে সঙ্গে মরচে পড়িনি, তা আবারও এই ফ্রি-কিক প্রমাণ করে দিল। মেসি ইন্টার মায়ামির হয়ে এহেন ফর্ম অব্যাহত রাখলে কিন্তু তাঁকে যে রোখা বেশ কঠিন হবে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অঘটনের রাত! চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিরুদ্ধে হার রিয়াল মাদ্রিদের, বায়ার্নকে হারাল অ্যাস্টন ভিলা