Australian Cricket: খেলার মাঝেই বাবা হলেন, সন্তানকে দেখতে দৌড়োলেন হাসপাতালে, ফিরে ব্যাটিংও করলেন
Hilton Cartwright: খেলা চলাকালীনই যে তিনি দ্বিতীয়বার বাবা হবেন, তা ঘুণাক্ষরেও জানা ছিল না। আগে থেকে কোনও খবরও ছিল না। তাঁর স্ত্রী ৩৭ সপ্তাহের সন্তানসম্ভবা।
![Australian Cricket: খেলার মাঝেই বাবা হলেন, সন্তানকে দেখতে দৌড়োলেন হাসপাতালে, ফিরে ব্যাটিংও করলেন West Australian Batter Hilton Cartwright Retires Mid-Innings to Attend Birth of Child latter again batting Australian Cricket: খেলার মাঝেই বাবা হলেন, সন্তানকে দেখতে দৌড়োলেন হাসপাতালে, ফিরে ব্যাটিংও করলেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/23/be45dd3502d06d6668081a56b04c46bf1729703683251206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: শেফিল্ড শিল্ডের ম্য়াচে ব্য়াটিং করছিলেন। হঠাৎ খবর পেলেন স্ত্রী সন্তানের জন্ম দিয়েছেন। সঙ্গে সঙ্গে ব্যাটিং ছেড়েই মাঠ ছেড়ে দৌড়ােলেন হাসপাতালে। নিজেদের জীবনের এমন সুন্দর মুহূর্তে উপস্থিত থাকতে চেয়েছিলেন। যেমন ভাবা তেমন কাজ। হাসপাতালে সদ্যোজাত সন্তানকে দেখে এসেই ফের ব্যাট হাতে নেমে পড়লেন। ক্রিকেটের ইতিহাসে এমনটা এর আগে কখনও হয়েছে কি না মনে পড়ছে না কারও।
শেফিল্ড শিল্ডে পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা ছিল তাসমানিয়ার। সেই ম্য়াচে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে খেলতে নেমেছিলেন হিল্টন কার্টরাইট। খেলার দ্বিতীয় দিনে তিনি যখন ব্যাট করেছিলেন, তখন চা পানের বিরতির সময় হাসপাতাল থেকে খবর আসে তাঁর স্ত্রী সন্তানের সন্তানের জন্ম দিয়েছেন। স্ত্রী তামেকাকে নিয়ে জটিলতা বেড়ে যাওয়াতেই তাঁকে লেবার রুমে নিয়ে যেতে হয়েছিল।
তবে খেলা চলাকালীনই যে তিনি দ্বিতীয়বার বাবা হবেন, তা ঘুণাক্ষরেও জানা ছিল না। আগে থেকে কোনও খবরও ছিল না। তাঁর স্ত্রী ৩৭ সপ্তাহের সন্তানসম্ভবা। ম্যাচের দ্বিতীয় দিন চা বিরতির সময়ে হিল্টনের কাছে হাসপাতাল থেকে ফোন আসে। জানানো হয়, তাঁর স্ত্রী তামেকাকে নিয়ে জটিলতা বেড়ে যাওয়াতেই তাঁকে লেবার রুমে নিয়ে যেতে হয়েছে। এরপরই দৌড়ে হাসপাতাল যান হিল্টন।
যখন ম্য়াচ ছেড়ে বেরিয়ে যান হিল্টন, তখন ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩১ বছরের ক্রিকেটার বলেন, ''আমার স্ত্রী তামেকা ৩৭ সপ্তাহের সন্তানসম্ভবা। হঠাৎ যে আমাদের সন্তানের জন্ম হবে, এমনটা আগে থেকে কথা ছিল না। তার জন্যই আমি ম্য়াচে খেলতে নেমেছিলেন। কিন্তু ম্য়াচের দ্বিতীয় দিনে চা পানের বিরতির সময় হাসপাতাল থেকে ফোন আসে। সেই সময় আমি ক্যাপ্টেন স্যামের সঙ্গে কথা বলে বেরিয়ে যাই।'' হাসপাতালে গিয়ে সন্তানের জন্মের মুহূর্তটা সঙ্গে ছিলেন হিল্টন। এরপর পারথে হওয়া ম্য়াচ খেলতে ফের ফিরে আসেন তিনি। ব্যাটও করেন। ম্য়াচও জেতে পশ্চিম অস্ট্রেলিয়া।
এদিকে, পুণে টেস্টে রোহিত শর্মাকে এক অদ্ভুত আব্দার করলেন প্রস্তুতি দেখতে আসা এক ক্রিকেটপ্রেমী মহিলা। তিনি দীর্ঘক্ষণ থেকেই অপেক্ষা করছিলেন রোহিতের অটোগ্রাফ নেওয়ার জন্য। রোহিত কাছে আসতেই খাতা ও পেন বাড়িয়ে দেন সেই মহিলা। রোহিতকে তিনি অটোগ্রাফ দিতে বলেন, এটাও উল্লেখ করেন যে দীর্ঘক্ষণ ধরে না খেয়ে তিনি প্রিয় ক্রিকেটারদের অনুশীলন দেখতে স্টেডিয়ামে অপেক্ষা করছিলেন। রোহিত হাসিমুখে অটোগ্রাফ মেটানো শুরু করেন। সেই সময়ই সেই মহিলা ক্রিকেটপ্রেমী রোহিতকে বলেন, ''বিরাট কোহলিকেও প্লিজ একটু বলে দেবেন যে তাঁকে দেখার জন্যও আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি ওঁনারও বিশাল বড় ভক্ত।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)