WI vs ENG 2nd T20I: ব্যাটে কিং, পাওয়েলের হাফসেঞ্চুরি, বলে জোসেফের দাপট, ইংল্যান্ডকে ১০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ়
West Indies vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে আপাতত ২-০ এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়।
![WI vs ENG 2nd T20I: ব্যাটে কিং, পাওয়েলের হাফসেঞ্চুরি, বলে জোসেফের দাপট, ইংল্যান্ডকে ১০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ় West Indies beat England by 10 runs in the 2nd T20I to lead series by 2-0 WI vs ENG 2nd T20I: ব্যাটে কিং, পাওয়েলের হাফসেঞ্চুরি, বলে জোসেফের দাপট, ইংল্যান্ডকে ১০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/f14e63ab276ed634b2499282003a0a201702620189215507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গ্রেনাডা: প্রথম টি-টোয়েন্টি ব্যাট, বলে জ্বলে উঠেছিলেন আন্দ্রে রাসেল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (WI vs ENG 2nd T20I) ব্যাট হাতে ব্র্যান্ডন কিং (Brandon King) এবং রোভম্যান পাওয়েলের (Rovman Powell) অর্ধশতরান এবং আলজ়ারি জোসেফের দুরন্ত বোলিংয়ে ভর করে হাড্ডাহাড্ডি ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ়। ১০ রানে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ২-০ এগিয়ে গেলেন কিংরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: দ্বিতীয় দিনের শুরুতেই ১৮ রানে পড়ল তিন উইকেট, ৪২৮ রানে অল আউট ভারত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)