West Indies Cricket: ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেটে ডামাডোল, বোর্ডের চুক্তি প্রত্যাখ্যান করলেন হোল্ডার-সহ চার তারকা
Cricket News: পুরুষ ক্রিকেটারদের মধ্যে চারজনকে এই প্রথমবার কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা হলেন গুডাকেশ মোতি, কিসি কার্টি, ত্যাগনারায়ন চন্দ্রপল ও অ্যালিক অ্যাথানেজ়।
পোর্ট অফ স্পেন: ওয়েস্ট ইন্ডিজ় (West Indies) ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করলেন জেসন হোল্ডার, কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান। যদিও ২০২৩-২৪ মরশুমে দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে তাঁদের পাওয়া যাবে বলেই খবর। রবিবার ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে জানিয়ে দিল, ১৪ পুরুষ ক্রিকেটার ও ১৫ মহিলা ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে।
পুরুষ ক্রিকেটারদের মধ্যে চারজনকে এই প্রথমবার কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা হলেন গুডাকেশ মোতি, কিসি কার্টি, ত্যাগনারায়ন চন্দ্রপল ও অ্যালিক অ্যাথানেজ়। মহিলা ক্রিকেটারদের মধ্যে এই প্রথম কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হল জাইদা জেমস ও শেনেটা গ্রিমন্ডকে।
গত জুলাইয়ে শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ও ওয়ান ডে খেলেছিলেন হোল্ডার। ভারতের বিরুদ্ধে খেলেছিলেন টেস্ট সিরিজ। ওয়ান ডে খেলেছিলেন স্কটল্যান্ডের বিরুদ্ধে। ৩৭টি টেস্টে ও ৮৬টি ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে নেতৃত্বও দিয়েছেন হোল্ডার। পুরান কোনওদিন টেস্ট ক্রিকেট খেলেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ়কে ১৭টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন সব মিলিয়ে ৬১ ওয়ান ডে। জুলাইয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ছিল তাঁর খেলা শেষ ওয়ান ডে।
CWI announces senior retainer contracts for 2023 to 2024
— Windies Cricket (@windiescricket) December 10, 2023
Full details here: https://t.co/FLOdDma0a7 pic.twitter.com/fJRyhwJ5Lo
কাইল মেয়ার্স ১৮টি টেস্ট ও ২৮টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি ছিল তাঁর। সেই ম্যাচে ৩৯৫ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়।
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা:
অ্যালিক অ্যাথানেজ়, ক্রেগ ব্র্যাথওয়েট, কিসি কার্টি, ত্যাগনারায়ন চন্দ্রপল, জোসুয়া দ্য সিলভা, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিংগ, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।