IPL 2026 Retention: কোন দল কাকে ধরে রাখল, কাকে ছেড়ে দিল? কখন ,কোথায় দেখবেন আইপিএলের রিটেনশন পর্ব?
IPL 2026: শোনা যাচ্ছিল, চেন্নাই সুপার কিংস তাদের বহু দিনের সৈনিক জাডেজাকে ছেড়ে দিতে পারে। জাডেজা কোন দলে যোগ দেল, তা নিয়েও চলছিল জল্পনা।

মুম্বই: আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের ১৬ তারিখ আইপিএলের নিলাম পর্ব। তার আগে শনিবার ১৫ নভেম্বর প্রত্যেক দলের রিটেনশন তালিকা প্রকাশের জন্য ডেটলাইন বেঁধে দেওয়া হয়েছে। যা সরাসরি সম্প্রচারিত করা হবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য।
আজ আইপিএলের রিটেনশন পর্ব
কোথায় দেখা যাবে এই রিটেনশন পর্ব?
আজ ১৫ নভেম্বর স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএলের রিটেনশন পর্ব
কখন থেকে শুরু হবে এই রিটেনশন পর্ব
আইপিএল ২০২৬ এর জন্য রিটেনশন পর্ব দেখা যাবে বিকেল ৫ থেকে
অনলাইনে কীভাবে দেখা যাবে এই রিটেনশন পর্ব?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ
সবচেয়ে বেশি আলোচনা চলছিল দুই ক্রিকেটারকে নিয়ে। রবীন্দ্র জাডেজা ও সঞ্জু স্যামসন। শোনা যাচ্ছিল, চেন্নাই সুপার কিংস তাদের বহু দিনের সৈনিক জাডেজাকে ছেড়ে দিতে পারে। জাডেজা কোন দলে যোগ দেল, তা নিয়েও চলছিল জল্পনা। গত শনিবার সকালে ঘোষণা করে দেওয়া হল, পরের আইপিএলে কোন দলের জার্সিতে দেখা যাবে স্যর জাডেজাকে। রবীন্দ্র জাডেজাকে ছেড়েই দিল সিএসকে। আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে স্পিনার অলরাউন্ডারকে। ১২ মরশুম চেন্নাইয়ের হয়ে খেলেছেন জাডেজা। আড়াইশোর ওপর ম্যাচ খেলেছেন। পরের আইপিএলের আগে রাজস্থানে যোগ দিলেন। চেন্নাইয়ে তিনি ছিলেন ১৮ কোটি টাকায়। ১৪ কোটি টাকায় যোগ দিলেন রাজস্থান রয়্যালসে।
জাডেজাকে পেতে সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের হাতে তুলে দিল রাজস্থান রয়্যালস। গত মরশুম পর্যন্ত রাজস্থানের অধিনায়ক ছিলেন সঞ্জু। তবে পরের আইপিএলে তাঁকে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিদের দলে। ১৮ কোটি টাকায় তাঁর সঙ্গে রাজস্থানের চুক্তি ছিল। চেন্নাইও সেই দামেই নিল তাঁকে। ১৭৭ আইপিএল ম্যাচ খেলা স্যামসনের তৃতীয় দল হবে চেন্নাই। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন। এদিন কেকেআর ছেড়ে দিতে পারে আন্দ্রে রাসেলের মত তারকাকেও। নাইট জার্সিতে যার দুটো ট্রফি জয়ের ইতিহাস রয়েছে। তবে ডি কক, নোকিয়াকে যে ছেড়ে দেওয়া হবে, তা নিশ্চিত।
View this post on Instagram




















