India A: বুচিবাবুতে দুরন্ত সেঞ্চুরি, তবুও কেন ভারতীয় 'এ' দলেও সুযোগ পেলেন না সরফরাজ খান?
Sarfaraz Khan: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর সরফরাজকে বাদ দেওয়া হয়েছিল। একটি শতরান হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের স্বপ্ন সময়ের টেস্ট কেরিয়ারে।

মুম্বই: জিমে দীর্ঘ সময় কাটিয়ে শরীরের মেদ কমিয়েছিলেন। নিজেকে আরও তরতাজা করে ফিরতে চেয়েছিলেন ভারতীয় ক্রিকেটে। কিন্তু ভারতীয় A দলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে শনিবার, তাতেও জায়গা পাননি সরফরাজ খান। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে আন অফিশিয়াল যে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় এ দল, সেই দলের নেতৃত্বে শ্রেয়স আইয়ার। সুযোগ পেয়েছন ধ্রুব জুড়েল। কিন্তু সুযোগ মেলেনি সরফরাজ খানের। সম্প্রতি বুচিবাবু টুর্নামেন্টে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন সরফরাজ। কিন্তু এরপরও এ দলেও সুযোগ হল না এই মুম্বইকরের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর সরফরাজকে বাদ দেওয়া হয়েছিল। একটি শতরান হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের স্বপ্ন সময়ের টেস্ট কেরিয়ারে। কিন্তু ধারাবাহিকতা না থাকায় বাদ পড়তে হয় তাঁকে। এছাড়া চোট আঘাতও একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে সরফরাজের কেরিয়ারে। বিসিসিআই সূত্র বলছে, বুচিবাবু টুর্নামেন্টে খেলার সময় সরফরাজ চোট পেয়েছিলেন। সেই চোট সারিয়ে উঠতে পারেননি এই তরুণ ব্যাটার। তার জন্য়ই না কি তাঁকে দলে রাখা হয়নি।
উল্লেখ্য়, একান্না ক্রিকেট স্টেডিয়ামে ১৬ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর দুইটি লাল বলের ম্যাচ আয়োজিত হবে। সেই দুই ম্যাচেই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। এছাড়া ইংল্যান্ড সফরে ভারতীয় দলে থাকা সাই সুদর্শন, ধ্রুব জুরেল, প্রসিদ্ধ কৃষ্ণ, অভিমন্যু ঈশ্বরণ, নীতীশ কুমার রেড্ডিরাও এই দলে রয়েছেন। ইংল্য়ান্ডের বিপক্ষে আহত ঋষভ পন্থের বদলি হিসাবে পঞ্চম টেস্টে ডাক পেয়েছিলেন নারায়ণ জগদীশান। গত মরশুমে দুরন্ত রঞ্জি ট্রফির পর চলতি দলীপ ট্রফিতেও চোখধাঁধানো ফর্মে রয়েছেন তামিলনাড়ুর কিপার-ব্যাটার। গতকালই উত্তরাঞ্চলের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের হয়ে ওপেন করতে নেমে ১৯৭ রানের ইনিংস খেলেছিলেন জগদীশান। তাঁকেও এই দলে রাখা হয়েছে। নিজেকে প্রমাণ করার এটা তাঁর কাছে বড় সুযোগ। এই স্কোয়াডে রয়েছেন কে এল রাহুল ও মহম্মদ সিরাজ। দুজনেই দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে খেলতে নামবেন। সরফরাজের মতই এই স্কোয়াডে জায়গা হয়নি রুতুরাজ গায়কোয়াডের। তিনিও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বুচিবাবুতে।
কেমন হল ভারতীয় এ দল
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, নারায়ণ জগদীশান (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), দেবদত্ত পাড়িক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুষ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, খালিল আমেদ, মানব সুতার, যশ ঠাকুর।




















