Indian Womens Cricket Team: একটা হারই কি কাল হল? সেমিফাইনালের পথ ভীষণ চ্যালেঞ্জিং হরমনপ্রীতদের জন্য
Womens T20 World Cup 2024: টুর্নামেন্টের শুরুতেই হোঁচট খেতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচেই ৫৮ রানের ব্যবধানে হারতে হয়েছে।
দুবাই: ভারতীয় পুরুষ ক্রিকেট দল চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সেই লক্ষ্য নিয়েই এবার কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপ খেলতে আবুধাবি পাড়ি দিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু শুরুতেই হোঁচট খেতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্য়াচেই ৫৮ রানের ব্যবধানে হারতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের তাহলে কি সেমিফাইনালে পৌঁছোনোর পথটা শক্ত হয়ে গেল হরমনপ্রীতদের জন্য?
আগামী রবিবার ৬ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ১০টি দলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। এর মধ্যে দুটো গ্রুপ থেকে সেরা দুটো দল সেমিফাইনালে জায়গা করে নেবে। এই পরিস্থিতিতে আর একটি ম্য়াচ হার কিন্তু সেমির দৌড় থেকে পুরোপুরি ছিটকে দিতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।
গ্রুপ এ-তে এই মুহূর্তে সবার শেষে পাঁচ নম্বরে রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্য়ান্ড মহিলা ক্রিকেট দল। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তিন দলই ২ পয়েন্ট করে ঝুলিতে পুরে নিয়েছে। শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। গ্রুপ বি-তে শীর্ষে রয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তালিকায় এই গ্রুপে এরপরের চারটি দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও ইংল্যান্ড।
নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬০/৪ তোলে কিউয়িরা। নিউজ়িল্যান্ডের দুই ওপেনার সুজি ও জর্জিয়া প্লিমার মিলে যে রিংটোনটা সেট করে দিয়েছিলেন, তার ওপর দাঁড়িয়ে বিধ্বংসী ইনিংস খেললেন নিউজ়িল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। চার নম্বরে নেমে ৩৬ বলে ৫৭ রানের অপরাজিত ও আগ্রাসী ইনিংস খেলেন তিনি। কিন্তু রান তাড়া করতে নেমে ১০২ রানেই শেষ হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রানের ইনিংস খেলেন হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে ২ উইকেট নেন রেনুকা সিংহ।
কিউয়িদের বিরুদ্ধে হারের পর জেমিমা রডরিগেজ বলেন, ''আমাদের বুঝতে হবে যে এখনও টুর্নামেন্ট কিন্তু শেষ হয়ে যায়নি। তাই আমাদের নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। প্রথম ম্য়াচে একেবারেই আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি। ভুলগুলো শুধরে নিতে হবে।''