WPL 2025: ডব্লিউপিএলে ট্রফি ঘরে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদী মুম্বই ক্যাপ্টেন হরমনপ্রীত
Harmanpreet Kaur: আগের মরশুমে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে হরমনপ্রীতের নেতৃত্বাধীন মুম্বই শিবির। টুর্নামেন্ট জুড়ে ভাল খেললেও শেষে প্লে অফে দুটো ম্য়াচ হারতে হয়।

মুম্বই: গত মরশুমে খেতাব ধরে রাখতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। স্মৃতি মন্ধানার নেতৃত্বে ডব্লিউপিএলে জয় ছিনিয়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আগামী মরশুমে ফের একবার ট্রফি জেতার বিষয়ে আশাবাদী হরমনপ্রী কৌর। তাঁর নেতৃত্বেই ডব্লিউপিএলের উদ্বোধনী মরশুমে জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই শিবির। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ডব্লিউপিএলের আসর। বঢোদরা, বেঙ্গালুরু, লখনউ, মুম্বই চারটি শহরে বসবে ডব্লিউপিএলের আসর।
আগের মরশুমে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে শেষ করেছে হরমনপ্রীতের নেতৃত্বাধীন মুম্বই শিবির। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে থাকলেও টানা দুটো প্লে অফে হারের পর ব্যাকফুটে চলে যায় মুম্বই শিবির। সংবাদসংস্থা ANI- কে দেওয়া সাক্ষাৎকারে হরমনপ্রীত বলেন, ''আসন্ন ডব্লিউপিএল আমাদের জন্য সত্যিই খুব স্পেশাল। দলের প্রত্যেকে মাঠে নামার জন্য, পারফর্ম করার জন্য মুখিয়ে আছে। ক্যাম্পে সবাই অনুশীলনে ব্যস্ত এখন। প্রস্তুতি দুর্দান্ত চলছে এই মুহূর্তে। আমরা আশাবাদী যে আমরা আবার ট্রফি ঘরে তুলতে পারব।''
বাকি দলগুলোকে কেমন দেখছেন? হরমনপ্রীত বলছেন, ''এবার প্রতিটা দল আরও বেশি করে ভারসাম্য বজায় রেখেছে ব্যাটিং, বোলিং সব বিভাগেই। আশা করছি আরও উত্তেজনাপূরণ ম্য়াচ এবার দর্শকরা উপহার পাবেন। আমি জানি একটা ম্য়াচও আমাদের জন্য় এতটুকুও সহজ হবে না।''
ডব্লিউপিএল মহিলা ক্রিকেটে কতটা প্রভাব ফেলেছে? ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন বলছেন, ''যখন থেকে ডব্লিউপিএল শুরু হয়েছে, তবে থেকে মহিলা ক্রিকেট আরও উন্নতি করেছে। আগে ১৫-২০ জনের বেশি আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পেত না। কিন্তু ডব্লিউপিএল শুরু হওয়ার পর থেকে সব কমবয়সি প্লেয়াররাও আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ পাচ্ছে। তাঁরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লেয়ারবিরুদ্ধে বিরুদ্ধে খেলছে। তাঁদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিচ্ছে। যা সত্যিই দলের জন্য উপযোগী হচ্ছে।''
এবারের ডব্লিউপিএলে প্রথমে মোট ৬টি ম্য়াচ আয়োজন করবে বঢোদরা। এরপর বেঙ্গালুরুতে টুর্নামেন্টের পরের অংশ হবে। সেখানে স্মৃতি মন্ধানাদের ঘরের মাঠে নিজেদের প্রথম হোম ম্য়াচ তাঁরা খেলবেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আগামী ২১ ফেব্রুয়ারি হবে ম্য়াচ। এরপর ২৪ ফেব্রুয়ারি ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবেন স্মৃতিরা। এরপর ২৭ ফেব্রুয়ারি গুজরাত ও ১ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন তাঁরা। এরপর ইউপি ওয়ারিয়র্স তাঁদের তিনটি হোম ম্য়াচ খেলবে ৩ মার্চ থেকে।




















