INDW vs SLW: টি-টোয়েন্টি বিশ্বকাপে ডু অর ডাই ম্য়াচে আর কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন স্মৃতিরা
Womens T20 World Cup 2024: সেবার ফাইনালে দুটো দলের মুখোমুখি সাক্ষাতে হারতে হয়েছিল হরমনপ্রীত কৌরের দলকে। এবার অবশ্য লড়াইটা আরও চ্যালেঞ্জিং।
দুবাই: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হার দিয়ে অভিযান শুরু করেছিল ভারতীয় দল (Womens Indian Cricket Team)। নিউজিল্যান্ড (New Zeland) ৫৮ রানে হারিয়ে দিয়েছিল ভারতকে। দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল অবশ্য হরমনপ্রীত (Harmanpreet Kaur) বাহিনী। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্য়াচে খেলতে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
গত জুলাই মাসে এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধেই খেলতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেবার ফাইনালে দুটো দলের মুখোমুখি সাক্ষাতে হারতে হয়েছিল হরমনপ্রীত কৌরের দলকে। এবার অবশ্য লড়াইটা আরও চ্যালেঞ্জিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। আজকের ম্য়াচে হার মানে টুর্নামেন্টে সেমিফাইনালের দৌড় থেকে একেবারে ছিটকে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাই এই ম্য়াচে জয় ছাড়া কিছু ভাবা উচিত নয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের।
পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে ব্যাটিংয়ের সময়ে হরমনপ্রীত কৌর ঘাড়ে চোট পেয়েছিলেন। ব্যাট করার সময়ই মাঠ ছেড়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। তিনি আর মাঠে ফিরতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে মাঠ ছাড়ার সময়ে হরমনপ্রীত কৌরের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা কষ্টে রয়েছেন। এছাড়া আগের ম্য়াচে পূজা ভাস্ত্রাকারও খেলেননি। তাঁরও হাল্কা চোট ছিল। সাজানাকে পূজার বদলি হিসেবে দেখা গিয়েছিল। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচে আদৌ পূজা মাঠে নামতে পারেন কি না তা দেখার।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ২৪ বার মুখোমুখি হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই ভারত ১৯-৫ ব্যবধানে এগিয়ে রয়েছেন হরমনপ্রীতরা। কিন্তু যে পাঁচটি হার রয়েছে, তার মধ্যে শেষ সাক্ষাতের হারটিও রয়েছে। এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। সেই ম্যাচেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চামারি আত্তাপাত্তুর দল। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তো গুরুত্বপূর্ণই তার মধ্যেও নেট রান রেটও বাড়িয়ে নিতে হবে।
ভারতের টপ ও মিডল অর্ডারের পারফরম্য়ান্স একটা বড় ইস্যু হতে পারে। কারণ শুরুতে ওপেনিংয়ে শেফালি ও স্মৃতির পার্টনারশিপ না চললে কিন্তু চাপ এসে পড়ছে বাকি ব্য়াটারদের ওপর। এই পরিস্থিতিতে যদি ব্যাটিং অর্ডার ব্যর্থ হয়, তবে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধেও কপাল দুঃখ রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের।