(Source: ECI/ABP News/ABP Majha)
Watch: বাবার মৃত্যু যন্ত্রণা সামলে মাঠে, কেঁদেই ফেললেন পাকিস্তানের অধিনায়ক, ছবি ভাইরাল
Pakistan vs New Zealand: টুর্নামেন্ট চলাকালীন বাবাকে হারিয়েছেন মহিলাদের পাক দলের অধিনায়ক। সেই খবর পেয়েই দেশে ফিরেছিলেন। যে কারণে পাকিস্তানের আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি।
দুবাই: মহিলাদের টি-২০ বিশ্বকাপে (ICC Women's T20 World Cup 2024) সোমবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার (Fatima Sana) কাছে ছিল বেশ অন্যরকম। টুর্নামেন্ট চলাকালীন বাবাকে হারিয়েছেন মহিলাদের পাক দলের অধিনায়ক। সেই খবর পেয়েই দেশে ফিরেছিলেন। যে কারণে পাকিস্তানের আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি।
তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সোমবারের ম্যাচে খেললেন ফাতিমা সানা। নেতৃত্বও দিলেন। মাঠে ভাইরাল হল তাঁর একটি ছবি। প্রয়াত বাবার জন্য মাঠেই কেঁদে ফেললেন সানা। চোখের জল মুছতে মুছতেই দেশের হয়ে কর্তব্য পালন করলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।
Fatima Sana.. 💔 pic.twitter.com/eNN00IeMaR
— M. Ozair Khan (@kh4n_02) October 14, 2024
দুবাইয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে মাঠে নামেন সানা। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজার সময় ২২ বছর বয়সী পাক পেসারকে দেখা যায় আবেগঘন হয়ে পড়েছেন। নিজের ব্যক্তিগত ক্ষতির আবেগ গোপন করতে পারলেন না তিনি। কান্নায় ভেঙে পড়লেন। টিভি ক্যামেরায় ধরা পড়েছে যে ছবি। তাঁর দেশের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন নেটিজেনরা।
সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে সোমবারের ম্যাচে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে জিততেই হতো পাকিস্তানকে। আর সেটাও বড় ব্যবধানে। তবে নিউজ়িল্যান্ডের কাছে কুৎসিতভাবে হেরে গেল পাকিস্তান। সেই সঙ্গে সেমিফাইনালের দৌড় থেকে পাকিস্তানের পাশাপাশি ছিটকে গেল ভারতও। অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ এ-র দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল নিউজ়িল্যান্ড।
আরও পড়ুন: বাগে পেয়ে হারানো গেল না উত্তর প্রদেশকে, ৩ পয়েন্টেও আম্পায়ারিং নিয়ে ক্ষোভ বাংলা শিবিরে
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ১৯তম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিফাইনালে উঠতে হলে দুই দলের জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। তবে এই ম্যাচের দিকে ভারতীয়রাও তাকিয়ে ছিল। যদি কোনও ভাবে নিউজিল্যান্ড হারত তাহলে সেমিফাইনালের টিকিট পেতেও পারত হরমনপ্রীত কৌরের ভারত। তবে শেষ পর্যন্ত ভারতের আশায় জল ঢালল নিউজিল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ভারতকে পিছনে ফেলে ৬ পয়েন্ট সহ শেষ চারের টিকিট পাকা করল নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল।
আরও পড়ুন: পারফর্ম করেও বাংলার ক্রিকেটারেরা জাতীয় দলে ব্রাত্য কেন? প্রশ্ন প্রাক্তন ভারতীয় তারকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।