West Bengal Girl Assaulted: ভিন্ রাজ্যে কাজে গিয়ে অপহৃত, নিগ্রহের শিকার বাংলার তরুণী, চাঞ্চল্যকর অভিযোগ
Chennai News: পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিমমবঙ্গ থেকে তামিলনাড়ুর চেন্নাইয়ে গিয়েছিলেন ১৮ বছর বয়সি ওই তরুণী।

চেন্নাই: ভিন্ রাজ্যে কাজের খোঁজে গিয়ে যৌন নির্যাতনের শিকার পশ্চিমবঙ্গের তরুণী। অপহরণ করে তাঁর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল চেন্নাইয়ে। মহিলা থানায় সেই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। (West Bengal Girl Assaulted)
পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ুর চেন্নাইয়ে গিয়েছিলেন ১৮ বছর বয়সি ওই তরুণী। সোমবার রাতে তাঁকে কিলামবক্কম বাস টার্মিনাস থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং তার পর অটোর মধ্যে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। মহিলা থানায় সেই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। (Chennai News)
তামবরম পুলিশ কমিশনারেট জানিয়েছেন, সালেমে কর্মরত ছিলেন ওই তরুণী। চেন্নাইয়ের মাধবরমে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। কিলামবক্কম বাস টার্মিনাসে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় এক অটো রিকশা চালক তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।
An 18-year-old girl was abducted in an auto rickshaw outside the Kalaignar Centenary Bus Terminus in Kilambakkam and was sexually assaulted. She was saved by a good samaritan who dialled the police control room after hearing the girl’s cry for help.
— K.Annamalai (@annamalai_k) February 5, 2025
Sexual assault across TN has… pic.twitter.com/Wa2AvsYybV
ওই তরুণী প্রস্তাবে রাজি হননি। এর পর জোর করে তাঁকে অটোয় তুলে নেন অভিযুক্ত। সেই অবস্থায় কয়েক কিলোমিটার অটো ছোটার পর আরও দু’জন অটোয় ওঠেন। গলায় ছুরি ঠেকিয়ে তরুণী হুমকি দেওয়া হয়। এর পর GST রোড ছাড়িয়ে ইরুমবুলিয়ুর রোড হয়ে অটো ছুটতে থাকে। চলন্ত অটোতেই তরুণীর উপর যৌন নির্যাতন চলে।
অটোর ভিতর থেকে ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয়রাই পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন। কিন্তু নরকুন্দ্রম হয়ে বেরিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তরুণীকে ফেলে দেওয়া হয়। তামবরম পুলিশ তদন্ত শুরু করে। দু’টি বিশেষ টিম গঠন করে চলে তল্লাশি অভিযান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দু’জনকে গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত। তৃতীয় জনের খোঁজ চলছে।
এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে তামিলনাড়ুতে। রাজ্যের বিজেপি সভাপতি আন্নামালাই সোশ্যাল মিডিয়াতেও সেই নিয়ে লেখা পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘১৮ বছরের তরুণীকে অপহরণ করে যৌন নির্যাতন চালানো হয়েছে। এক সজ্জন ব্যক্তি সময় মতো পুলিশে খবর দেওয়ায় রক্ষা পেয়েছেন তরুণী। তামিলনাড়ু জুড়ে যৌন নির্যাতনের ঘটনা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সহজেই মাদক পৌঁছে যাচ্ছে হাতে হাতে’। আর কত এমন ঘটনা ঘলে সরকার মা-বোনেদের নিরাপত্তার উপর জোর দেবে বলে প্রশ্ন তুলেছেন আন্নামালাই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
