Womens T20 World Cup: বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে ভারতীয় মহিলা দলের জন্য কী বার্তা পাঠালেন শুভমন-পন্থরা?
Indian Cricket Team: হরমনপ্রীত কৌরের নেতৃত্বে কি প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ভারতের মহিলা দল? এবার মহিলাদের ক্রিকেটেও কি ছাপ ফেলতে পারবে টিম ইন্ডিয়া?
মুম্বই: পুরুষদের ক্রিকেটে শাসন করছে ভারত। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে। টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে।
এবার মহিলাদের ক্রিকেটেও কি ছাপ ফেলতে পারবে টিম ইন্ডিয়া? হরমনপ্রীত কৌরের নেতৃত্বে কি প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ভারতের মহিলা দল?
গোটা দেশ সেদিকে তাকিয়ে। সংযুক্ত আরব আমিরশাহিতে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করার আগে হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা পেয়ে গেলেন পুরুষ দলের তারকাদের শুভেচ্ছাবার্তা। যা মনোবল আরও বাড়াবে ভারতীয় দলের।
শুভমন গিল থেকে শুরু করে ঋষভ পন্থ, কে এল রাহুল, মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের অভিযান শুরুর প্রাক্কালে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মেন ইন ব্লু-র একাধিক বড় মুখ।
All the best to our Indian Women’s Cricket Team for the World Cup 🇮🇳🙌
— K L Rahul (@klrahul) October 3, 2024
ঋষভ পন্থ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ভারতের মহিলা দলের জন্য অনেক শুভেচ্ছা পাঠালাম। আমরা সকলেই তোমাদের সমর্থনে গলা ফাটাব।' পন্থও জাতীয় পতাকার ইমোজি ব্যবহার করেছেন। সঙ্গে ব্যাট ও বলের ইমোজি ব্যবহার করেছেন তিনি।
Sending my best wishes to the Indian Women's Cricket Team for the World Cup. We all are rooting for you. 🇮🇳🏏#RP17
— Rishabh Pant (@RishabhPant17) October 3, 2024
শুভমন গিল নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, 'আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য আমাদের দুর্দান্ত মহিলাদের দলকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের নিষ্ঠা ও আবেগ লক্ষ লক্ষ মানুষের কাছে প্রেরণা। বিশ্ব মঞ্চে তোমরা যখন জ্বলজ্বল করবে, আমরা প্রত্যেকে তোমাদের সঙ্গে আছি।'
Wishing our amazing Women in Blue the best of luck for the ICC Women's #T20WorldCup 2024! Your dedication and passion inspire millions. We’re all behind you as you shine on the world stage! 💙🏏 #WomenInBlue @BCCIWomen
— Shubman Gill (@ShubmanGill) October 3, 2024
শুক্রবার দুবাইয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলে অভিযান শুরু করছেন হরমনপ্রীতরা।
আরও পড়ুন: পরের ওয়ান ডে বিশ্বকাপেও অধিনায়ক থাকছেন? রোহিতকে দেখেই আব্দার জনতার, দেখুন ভিডিও