Rohit Sharma: পরের ওয়ান ডে বিশ্বকাপেও অধিনায়ক থাকছেন? রোহিতকে দেখেই আব্দার জনতার, দেখুন ভিডিও
India vs Bangladesh: অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) মুকুটে সবচেয়ে রঙিন পালক, টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ট্রফি।
মুম্বই: বিরাট কোহলির পর ভারতীয় দলের নেতৃত্বের ভার এখন তাঁর কাঁধে। অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) মুকুটে সবচেয়ে রঙিন পালক, টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ট্রফি। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ফাইনালেও তুলেছেন দলকে। তবে অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছে। টি-২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক টি-২০-কে বিদায় জানিয়েছেন রোহিত। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে কি তিনিই ভারতকে নেতৃত্ব দেবেন? নাকি টি-২০ দলের মতোই ওয়ান ডে ফর্ম্যাটেও অধিনায়ক করা হবে সূর্যকুমার যাদবকে? ভারতীয় ক্রিকেটে জোর জল্পনা।
মুম্বই অবশ্য ঘরের ছেলেকেই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপেও জাতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চায়। সদ্য রোহিতের নেতৃত্বে টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেছে ভারত। বৃহস্পতিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রোহিত। সেখানে জনতা দাবি তোলে, ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপেও হিটম্যানকেই জাতীয় দলের অধিনায়ক হিসাবে দেখতে চায় তারা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রোহিতের নেতৃত্বেই আইসিসি প্রতিযোগিতায় ভারতের ১১ বছরের ট্রফি খরা কেটেছে। সম্প্রতি মহারাষ্ট্রের রাশিনে একটি অনুষ্ঠানে রোহিতের নামে জয়োধ্বনি ওঠে। ক্রিকেটপ্রেমীরা দাবি তোলেন, পরের বিশ্বকাপেও ভারতের অধিনায়ক হিসাবে রোহিতকেই জেখতে চান তাঁরা।
জনৈক এক ব্যক্তি বলেন, 'গোটা দেশের হয়ে রোহিতকে আমি অনুরোধ করব আমরা আর একটা বিশ্বকাপ জিততে চাই আর সেই বিশ্বকাপে অধিনায়ক হিসাবে কাকে দেখতে চাই?' এটুকু শোনার পরই জনতা স্লোগান তোলে, 'রোহিত, রোহিত।' তখন ওই ব্যক্তি রোহিতকে বলেন, 'জনতা চাইছে আর একটি বিশ্বকাপে আপনি দেশকে নেতৃত্ব দেন। সেটাই আপনাকে অনুরোধ করব। ধন্যবাদ।'
Public Demand!!!
— Ctrl C Ctrl Memes (@Ctrlmemes_) October 3, 2024
Rohit Sharma should lead India in 2027 worldcup ❤️😍 pic.twitter.com/Zbruf8TNnp
চারটি আইসিসি প্রতিযোগিতায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। দুটি টি-২০ বিশ্বকাপ, একটি ওয়ান ডে বিশ্বকাপ ও একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। টি-২০ ক্রিকেটের ইতিহাসে তিনি সফলতম অধিনায়ক। ৬২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার মধ্যে ভারত জিতেছে ৪৯টি ম্যাচ। ওয়ান ডে ক্রিকেটে ৪৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার মধ্যে ভারত জিতেছে ৩৪ ম্যাচে।