WTC final 2023: ছন্দে ফিরতেই মাইলস্টোনের ছড়াছড়ি, ওভালে কী কী রেকর্ড গড়লেন কোহলি?
Virat Kohli: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনশেষে বিরাট কোহলি ৪৪ রানে অপরাজিত রয়েছেন।
লন্ডন: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) জয়ের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ভারতকে রেকর্ড ৪৪৪ রান তাড়া করতে হবে। চতুর্থ দিনের খেলা শেষে ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে ১৬৪ রান। জয়ের জন্য ম্য়াচের শেষদিনে আরও ২৮০ রান করতে হবে ভারতকে। লক্ষ্য কঠিন হলেও, ভারতের ভরসার বড় কারণ হল ক্রিজে বিরাট কোহলির (Virat Kohli) উপস্থিতি। তিনি বর্তমানে ৪৪ রানে অপরাজিত রয়েছেন। আর কোহলির ব্যাট চলা মানেই মাইলফলক, রেকর্ডের ফুলঝুরি। ফাইনালের চতুর্থ দিনেও ঠিক এমনটাই হল।
'কিংগ কোহলি' নিজের ৪৪ রানের ইনিংসের দৌলতে ওভালে একগুচ্ছ মাইলফলক নিজের নামে করলেন। সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড় ও চেতেশ্বর পূজারার পর মাত্র পঞ্চম ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রানের গণ্ডি পার করলেন কোহলি। তাঁর দখলে বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৩৭ টেস্ট রান রয়েছে। এখানেই শেষ নয়, এই ইনিংসের সুবাদেই আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্য়াট মিলিয়ে কোহলি পাঁচ হাজার রানও সম্পূর্ণ করে ফেললেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বাধিক রান করার মালিক কিন্তু এখন কোহলিই।
আইসিসির ফাইনালে কোহলি এখনও পর্যন্ত ২৭৫ রান করেছেন, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, আইসিসির নক আউটে কোহলির করা ৬৭৮ রানও ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। তিনি এক্ষেত্রে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙেন। সচিন আইসিসির নক আউটে মোট ৬৫৭ রান করেছেন। কোহলির ওপরেই ভারতের খেতাব জয়ের আশা অনেকটাই নির্ভরশীল। পঞ্চম দিনে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে অগণিত ভারতীয় সমর্থক। বিরাট যদি সেঞ্চুরি হাঁকাতে পারেন, তাহলে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করার কৃতিত্ব গড়বেন। এবার দেখার কোহলি কেমন পারফর্ম করেন।
চতুর্থ দিনের শেষবেলায় বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের সৌজন্যেই ভারতের জয়ের আশা অব্যাহত। ৪৪৪ রান তাড়া করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ আগ্রাসীভাবে করে। প্রায় ছয় রান প্রতি ওভারেই এগচ্ছিল ভারতীয় ইনিংস। তবে চা বিরতির আগেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শুভমন গিল ১৮ রানে আউট হন। গিল আউট হওয়ার পর চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মা দ্বিতীয় উইকেটে ৫১ রান যোগ করেন। তবে পরপর ওভারে রোহিত ৪৩ ও পূজারা ২৭ রানে আউট হন। ৯৩ রানে ভারতীয় দল তিন উইকেট হারিয়ে ফেলে। এরপরেই কোহলি ও রাহানের লড়াকু ৭১ রানের পার্টনারশিপে ভারতীয় দল লড়াইয়ে ফেরে। বর্তমানে কোহলি ৪৪ ও রাহানে ২০ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা