WTC Final 2023: রুতুরাজের বদলে ভারতীয় দলে ডাক পাচ্ছেন যশস্বী?
Yashasvi Jaiswal: এ মরসুমের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ৬২৫ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল।
মুম্বই: আজ রবিবার, আইপিএলের ফাইনালে মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আজকের ফাইনালের পর অবশ্য ভারতীয় তারকাদের বিশ্রামের জো নেই। ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই শার্দুল ঠাকুর, অক্ষর পটেলরা ইংল্যান্ডে পৌঁছ গিয়েছেন। শীঘ্রই বাকি খেলোয়াডরাও পৌঁছে যাবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2023) জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। তবে সেই দলে বদল ঘটতে চলেছে।
খবর অনুযায়ী, ভারতীয় দলে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) বদলে সুযোগ পেতে চলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রুতুরাজ ভারতীয় মূল দলে সুযোগ না পেলেও, স্ট্যান্ড বাইতে ছিলেন। সেই স্ট্যান্ড বাই হিসাবেই রুতুর বদলে জাতীয় দলে আসতে চলেছেন যশস্বী। কিন্তু হঠাৎ এই বদলের কারণ কী? আসলে রুতুরাজ ৩ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তিনি ৫ মের আগে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারবেন না। সেই কারণেই তাঁর বদলে যশস্বীকে সুযোগ দেওয়া হচ্ছে বলে খবর।
মুম্বইয়ের তরুণ ওপেনারের কাছে যুক্তরাজ্যের ভিসা থাকায় তাঁর ইংল্যান্ড পৌঁছতে কোনরকম সমস্যা হবে না এবং তিনি দিনকয়েকের মধ্যেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন বলে মনে করা হচ্ছে। চলতি আইপিএলে কিন্তু স্বপ্নের ফর্মে ছিলেন যশস্বী। রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ৬২৫ রান করেন যশস্বী। পাঁচটি অর্ধশতরান ও একটি শতরানও হাঁকিয়েছিলেন তিনি। এই দুরন্ত ফর্মের সুবাদেই সম্ভবত জাতীয় দলে ডাক পেতে চলেছেন যশস্বী। তবে তাঁর প্রথম শ্রেণির রেকর্ড বেশ ঈর্ষণীয়। ১৫ ম্যাচে ৮০.২১ গড়ে ১৮৪৫ রান করেছেন।
এ বছরের রঞ্জি মরসুমেও পাঁচ ম্যাচে ৪৫ গড়ে ৩১৫ রান করেছিলেন। এরপর ইরানি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অবশিষ্ট ভারত একাদশের হয়ে ২১৩ ও ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন। তাঁর করা ৩৫৭ রান ইরানি ট্রফির ইতিহাসে এক ম্যাচে কোনও ব্যাটারের করা সর্বকালের সর্বোচ্চ রান। প্রসঙ্গত, গত বারও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেছিল ভারতীয় দল। তবে সেইবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল। এবার সেই ব্যর্থতা পিছনে ফেলে টিম ইন্ডিয়া খেতাব জিততে পারে কি না, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: রোজ একই সময়ে মাথায় ব্যথা হয় ? কোন গুরুতর রোগের ইঙ্গিত ?