WTC Final 2025: লর্ডসে চাপের মুখে পাল্টা লড়াই অজ়িদের, স্মিথ ফিরলেও অনবদ্য অর্ধশতরান হাঁকালেন ওয়েবস্টার
South Africa vs Australia: স্মিথ আউট হলেও, ওয়েবস্টার ক্রিজে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় সেশনে মাত্র এক উইকেট হারিয়ে ১২৩ রান তুলল অস্ট্রেলিয়া।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2025) প্রথম দিনের প্রথম সেশনটা সম্পূর্ণভাবেই দক্ষিণ আফ্রিকার (South Africa vs Australia) দখলে যায়। কাগিসো রাবাডা ও মার্কো জানসেন বল হাতে দুইটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন। তবে দ্বিতীয় সেশনে লড়াইয়ে ফিরলেন অজ়িরা। সৌজন্য়ে মূলত বিউ ওয়েবস্টার (Beau Webster) ও স্টিভ স্মিথ (Steve Smith)। স্মিথ আউট হলেও, ওয়েবস্টার ক্রিজে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় সেশনে মাত্র এক উইকেট হারিয়ে ১২৩ রান তুলল অস্ট্রেলিয়া।
৬৭ রানে চার উইকেট হারিয়ে প্রথম সেশন করেছিল অস্ট্রেলিয়া। এমন সময়ে একেবারে শীর্ষে ছিল রামধনুর দেশ। তবে এরপর দ্বিতীয় সেশনে কিছুটা প্রতিরোধ গড়া তোলার চেষ্টা করেন স্টিভ স্মিথ। ক্রিজের অন্য়দিকে উইকেট পড়লেও নিজে থিতু হচ্ছিলেন ধীরে ধীরে। লর্ডসে প্রচুর রান করেছেন স্মিথ। এদিনও খালি হাতে ফিরলেন না। অর্ধশতরানের ইনিংস খেলে ফেলেন তিনি। গড়েন সর্বকালীন ইতিহাস। স্মিথই লর্ডসে টেস্ট ক্রিকেটে বিদেশি ক্রিকেটারদের মধ্য়ে সর্বকালের সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন।
কিন্তু এইডেন মারক্রামের বলে আচমকা ৬৬ রান করে আউট হন স্মিথ। স্লিপে দুরন্ত ক্যাচ ধরে অজ়ি মহাতারকাকে সাজঘরে ফেরান মার্কো জানসেন। স্মিথের সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন ওয়েবস্টার। আন্তর্জাতিক আঙিনায় তেমন অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি এদিন পাল্টা লড়াইটা চালালেন। ৬৯ বলে দুরন্ত অর্ধশতরান হাঁকান ডান হাতি মিডল অর্ডার ব্যাটার।
সেশনের শেষ অবধি তিনি অপরাজিত রয়েছেন। সেশনে আর কোনও উইকেট পড়েনি। চাপের প্রথম সেশনের পর এক উইকেট হারিয়ে দ্বিতীয় সেশনে ১২৩ রান করে অস্ট্রেলিয়া। ওয়েবস্টারকে ক্রিজে যোগ্য সঙ্গ দিচ্ছেন কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। আপাতত তিনি ২২ রানে অপরাজিত রয়েছেন। ওয়েবস্টারের সংগ্রহ ৫৫ রান। এই দুই সেট ব্যাটারের কাঁধে ভর করেই বড় রানের লক্ষ্যে তৃতীয় সেশনে নামবে অজ়িরা।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। প্রথম সেশনের শুরু থেকেই অজ়ি ব্যাটিং লাইন আপকে চাপে রেখেছিল প্রােটিয়া বোলিং লাইন আপ। ওপেনিংয়ে নামা উসমান খাওয়াজা কোনও রান না করেই সাজঘরে ফেরেন। ক্যামেরন গ্রিন দীর্ঘদিন পরে টেস্ট স্কোয়াডে ফিরে তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। কিন্তু মাত্র চার রানের বেশি বোর্ডে তুলতে পারেননি। একই ওভারে দুই টপ অর্ডার ব্যাটারকে ফেরান কাগিসো রাবাডা।
এরপর পরীক্ষামূলকভাবে ওপেনে নামা মার্নাস লাবুশেনও ডাহা ফেল করলেন। মাত্র ১৭ রান করে তিনিও ফিরে যান। অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই চার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। লাবুশেন ও আক্রমণাত্মক ট্রাভিস হেডকে ১১ রান করে ফেরান মার্কো জানসেন। তবে অজ়িরা পাল্টা লড়াইটা কিন্তু পুরোদমেই চালাচ্ছেন।




















