WTC Final: ১৪৩ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকাকে স্বপ্ন দেখাচ্ছেন মারক্রাম-বাভুমা, আর ৬৯ করলেই বিশ্বচ্যাম্পিয়ন
South Africa vs Australia: ফাইনালে এক দলের নাম যেখানে অস্ট্রেলিয়া, যারা অসাধ্য সাধন করতে পারে, এবং আর এক দল বিশ্ব ক্রিকেটের চোকার্স তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকা, তাই না আঁচালে যেন বিশ্বাস নেই।

লন্ডন: ঠিক ২৯ বছর আগে, ১৯৯৬ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার অরবিন্দ ডি'সিলভা। সেবার বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের জেতা প্রথম বিশ্বকাপ।
ডি'সিলভার সেই রেকর্ড স্পর্শ করলেন এইডেন মারক্রাম (Aiden Markram)। ফের এক বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (South Africa vs Australia) সেঞ্চুরি করলেন। মারক্রামের দুরন্ত ইনিংসে ভর করে প্রথমবার কোনও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে ম্যাচের চতুর্থ দিন আর মাত্র ৬৯ রান চাই দক্ষিণ আফ্রিকার। হাতে ৮ উইকেট। বড় কোনও অঘটন না ঘটলে এখান থেকে প্রোটিয়াদের চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষামাত্র।
তবু, কেউই নিশ্চিত হতে পারছেন না। ফাইনালে এক দলের নাম যেখানে অস্ট্রেলিয়া, যারা অসাধ্য সাধন করতে পারে, এবং আর এক দল বিশ্ব ক্রিকেটের চোকার্স তকমা পাওয়া দক্ষিণ আফ্রিকা, তাই না আঁচালে যেন বিশ্বাস নেই।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৭ রানে। ঝকঝকে হাফসেঞ্চুরি করেন পেসার মিচেল স্টার্ক। ম্যাচ জিততে ২৮২ রান তুলতে হবে, এমন চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুতেই ওপেনার রায়ান রিকেলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর এরপর মারক্রাম ও উইয়ান মাল্ডার দ্বিতীয় উইকেটে ৬১ রান যোগ করেন। মাল্ডার ফেরার পর ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়া।
A resolute batting display on Day 3 brings the Proteas close to a historic #WTC25 Final glory ✨
— ICC (@ICC) June 13, 2025
Catch the Highlights 🎥 👉 https://t.co/rk4D8uy1LA
সেখান থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন মারক্রাম ও বাভুমা। মাত্র ২ রানে থাকার সময় বাভুমার ক্যাচ পড়ে। ফেলেন স্টিভ স্মিথ। তাঁর হাতের আঙুলের হাড় সরেছে। মাঠ থেকেই হাসপাতালে দৌড়তে হয় তাঁকে।
অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ১৪৩ রান যোগ করেছেন মারক্রাম ও বাভুমা। ১০২ রানে ক্রিজে মারক্রাম। টেস্টে তাঁর সেরা ইনিংস, বলার অপেক্ষা রাখে না। ৬৫ রানে ক্রিজে বাভুমা।
প্রথম ইনিংসে শূন্য করে আউট হয়েছিলেন মারক্রাম। দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি। লর্ডসে কোনও টেস্টে প্রথম ইনিংসে শূন্য আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা নবম ব্যাটারক হলেন মারক্রাম।



















