WTC Final: আইপিএল ফাইনাল খেললে ২০ দিন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি সম্ভব নয়: শাস্ত্রী
Rohit Sharma: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের পর রোহিত শর্মা ইঙ্গিত করেন যে ভারতীয় বোলাররা আইপিএলের পর যথেষ্ট বিশ্রাম পাননি।
নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হারের কাণর নিয়ে বিশ্লেষণ, যুক্তি, পাল্টা যুক্তি চলছেই। আবারও এক আইসিসি ফাইনালে ব্যর্থতার পর ভারতীয় দলের প্রস্তুতি সঠিক হয়নি বলে দাবি করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
জবাব দিলেন শাস্ত্রী
তিনি বলেছিলেন দলের প্রস্তুতি সারতে ২০ থেকে ২৫ দিনের প্রয়োজন। এবার রোহিতের এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। হারের পর রোহিত দাবি করেছিলেন, 'আমাদের প্রস্তুতি সারার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন। অন্তত বোলাররা যাতে ঠিকঠাক বিশ্রাম পায়, সেটা দেখতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে তো বোলাররা সম্পূর্ণ ভিন্ন লাইন, লেংথে বল করে। তাই অনেক সময় মানিয়ে নিতে তাদের সমস্যা হতেই পারে।'
শাস্ত্রী এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'বাস্তবটা বিচার করে দেখলেই খুব সহজেই বোঝা যাবে যে কোনওভাবেই (প্রস্তুতির জন্য) ভারতীয় দল ২০ দিন সময় পাবে না। আর যদি একান্তই এতদিন সময়ের প্রয়োজন হয়, তাহলে আইপিএলের কয়েকটা ম্যাচ মিস করতে হবে। সুতরাং, উক্ত ক্রিকেটারকেই এই দুইয়ের মধ্যে বেছে নিতে হবে এবং এখানে কিন্তু ম্যানেজমেন্টের ভূমিকাও গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত এই বিষয়টা নিয়ে বিসিসিআই ভবিষ্যতে কোনও না কোনও সিদ্ধান্ত নেবে। যদি প্রতিবারই আইপিএলের পরেই জুন মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হয় এবং সেই খেলোয়াড়ের দল যদি ফাইনালে কোয়ালিফাই করে, তবে কিছু কড়া সিদ্ধান্ত নিতে হবে। ফ্র্যাঞ্চাইজিদের জন্য কিছু নিয়ম নীতি বেধে দেওয়া প্রয়োজনীয়।'
রোহিতের পাশে সৌরভ
ভারত রোহিতের অধিনায়কত্বে টেস্টের সেরা হওয়ার সুযোগ হাতছাড়া করলেও, সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু এখনও রোহিতকে (Rohit Sharma) অধিনায়ক পদে বহাল রাখার পক্ষেই। তিনি বলেন, 'দিনের শেষে অধিনায়ক বাছাইয়ের কাজটা তো নির্বাচকদের, এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ার দ্বারা কীভাব প্রভাবিত হতে পারে? বিরাট নিজেই বছর দুই আগে আর টেস্টে অধিনায়কত্ব করতে চায়নি। আমাকে যদি প্রশ্ন করা হয় যে ভারতের অধিনায়ক ও কোচ কার হওয়া উচিত, আমি কিন্তু এখনও রোহিত এবং রাহুলের কথাই বলব। এটাই সঠিক সিদ্ধান্ত।'
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?