WTC Points Table: অস্ট্রেলিয়ার হারের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বিরাট বদল, সুবিধা হল ভারতের?
The Ashes: মেলবোর্নে ইংল্যান্ডের জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বিরাট এক বদল ঘটে গেল।

মেলবোর্ন: অ্যাশেজ (The Ashes) সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে আগেই । তবে মেলবোর্নে মাত্র ২ দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিল ইংল্যান্ড । মাত্র ২ দিনেই শেষ বক্সিং ডে টেস্ট । অ্যাশেজ আগেই দখল করে নিতে পেরেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল । নিয়মরক্ষার দুটো টেস্টের মধ্য়ে বক্সিং ডে টেস্টে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল ইংল্য়ান্ড ক্রিকেট দল । ৪ উইকেট ম্য়াচ জিতল বেন স্টোকসের দল । ম্যাচে মূলত বোলাররাই দাপট দেখালেন । বিশেষ করে ইংল্য়ান্ড বোলাররাই এগিয়ে ছিলেন এই ম্য়াচে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের থেকে । দলের তরুণ পেস বোলার জশ টাং প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন, দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন । মোট ৭ উইকেট ঝুলিতে পুরে ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছেন জশ ।
মেলবোর্নে ইংল্যান্ডের জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও বিরাট এক বদল ঘটে গেল । এই ম্যাচের আগে পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ শতাংশ জয়ের হার ছিল অস্ট্রেলিয়ার । তারাই ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে । ২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে বৃত্তে এটাই প্রথম পরাজয় অস্ট্রেলিয়ার ।
তবে এই জয়ের পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষেই থেকে গেল অস্ট্রেলিয়া । তবে তাদের জয়ের হার ১০০ শতাংশ থেকে নেমে ৮৫.৭১ শতাংশ হয়ে গেল । ফাইনালে ওঠার দৌড়ে এখনও অন্য সব দলের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া । তবে তাদের সঙ্গে নিউজ়িল্যান্ডের পার্থক্য আরও কমে গেল ।
এই টেস্ট জিতে ইংল্যান্ড পৌঁছল ১২ পয়েন্টে । তবে বেন স্টোকসদের সাফল্যের হার ৩৫.১৮ শতাংশ । পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইংল্যান্ড ।




















