Yashasvi Jaiswal: পিঠের ব্যথা ভোগাচ্ছিল, তাও হাল ছাড়েননি, নাগাড়ে দ্বিতীয় দ্বিশতরান হাঁকিয়ে কী বললেন যশস্বী?
IND vs ENG 3rd Test: রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কেরিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান যশস্বী জয়সওয়াল।
রাজকোট: বয়স মাত্র ২২, তবে প্রতিনিয়তই যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) প্রমাণ করে দিচ্ছেন যে তিনি শুধু ভারতের ভবিষ্যত নয়, বর্তমানও বটে। রাজকোটে (IND vs ENG 3rd Test) নিজের কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি এবং দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান যশস্বী। যশস্বী এই নিয়ে সেঞ্চুরি করে তিনবারই ১৫০ রানের গণ্ডি পার করলেন। ২২ গজে তাঁর রানের খিদে সুনীল গাওস্কর থেকে গ্রেম সোয়ানের মতো প্রাক্তনীদের নজর কেড়েছে। নাগাড়ে দ্বিতীয় দ্বিশতরান হাঁকানোর পর যশস্বী সাফ জানিয়ে দেন, একবার সেট হয়ে গেলে তিনি কিন্তু কোনওমতেই বড় রান করার সুযোগ হাতছাড়া করতে চান না।
দুরন্ত ডাবল সেঞ্চুরির পর ম্যাচ শেষে তরুণ ভারতীয় ওপেনার বলেন, 'একবার সেট হয়ে গেলে আমি যাতে বড় রান করেই মাঠ ছাড়ি, সেকথা সবসময় নিজেকে বলি। আমার সিনিয়াররা সবসময় আমায় এটাই তো শিখিয়েছেন। প্রথম ইনিংসে রোহিত ভাই এবং জাড্ডু ভাই (রবীন্দ্র জাডেজা) যেভাবে খেলল, তা দেখে আমি অনুপ্রাণিত হই। ওদের প্যাশনই আমাকে বড় ইনিংস খেলার তাগিদ জোগায়। আমি মাঠে নামলে বড় রান খেলার প্রতিজ্ঞাটা সাজঘরেই করে ফেলেছিলাম। টেস্ট ক্রিকেটে রান করাটা একেবারেই সহজ নয়। তাই সেট হয়ে গেলে সুযোগ নষ্ট করার কোনও মানেই হয় না।'
৯০-র অধিক স্ট্রাইক রেট নিয়ে ইনিংস শেষ করলেও, যশস্বীর শুরুটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল। 'আমি শুরুর দিকে তো রানই পাচ্ছিলাম না। তাই কোনওরকমে টিকে এক এক সেশন করে এগোনোর চেষ্টায় ছিলাম। তারপরে ধীরে ধীরে সেট হই। আমার পিঠও ব্যথা করছিল একটা সময় পর। তবে মাঠ ছেড়ে ওই সময় বেরোলে হত না। আমি ম্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ছিলাম। আজকেও যখন ব্যাট করতে নামি তখন শুরুতে রান করাটা বেশ চাপই হচ্ছিল। তাই ক্রিজে টিকে থেকে দলের হয়ে শুরুটা ভাল করাটা খুবই প্রয়োজনীয় ছিল। সেই কারণেই আমি লম্বা ইনিংস খেলতে আরও বদ্ধপরিকর ছিলাম' জানান তরুণ ভারতীয় তারকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রাজকোটে রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে কি টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার শীর্ষে পৌঁছতে পারল ভারত?