Yashasvi Jaiswal: ভারতীয় দলে ধুরন্ধর কে? বাহুবলী কে? কাকেই বা 'সাইয়ারা'-র সঙ্গে তুলনা করলেন জয়সওয়াল?
চলতি বছরে সাইয়ারা ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই ছবিটি বেশ সাড়া ফেলেছে। সেই চরিত্রের জন্য তারকা ব্যাটারকে বেছেছেন জয়সওয়াল।

চণ্ডীগড়: সম্প্রতি এক টেলিভিশন শোয়ে অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। সেখানে দলের প্লেয়ারদের, ভারতীয় ড্রেসিংরুমের আভ্যন্তরীণ সম্পর্ক, সব কিছু নিয়েই প্রশ্ন করা হয়েছিল জয়সওয়াল। মজার ছলে সেই প্রশ্নের উত্তরও দিলেন। এমনকী দলের প্লেয়ারদের সঙ্গে বলিউডের জনপ্রিয় সিনেমার কোন চরিত্রের মিল রয়েছে, তাও জানান জয়সওয়াল।
ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের মধ্যে রোহিত শর্মাকে দলের ধুরন্ধর প্লেয়ার বসেন জয়সওয়াল। হিটম্য়ানের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের জন্যই তাঁর জন্য উপযুক্ত বিশেষণ হিসেবে ধুরন্ধর শব্দটি বেছে নিয়েছেন জয়সওয়াল। তবে সবচেয়ে মজার হল 'বাহুবলী' এই চরিত্রের জন্য তিনি বেছে নিয়েছেন অভিজ্ঞ লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে।
চলতি বছরে সাইয়ারা ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই ছবিটি বেশ সাড়া ফেলেছে। সেই সাইয়ারা হিসেবে অর্থাৎ ভালবাসার মানুষ হিসেবে বিরাট কোহলিকে বেছে নিয়েছেন জয়সওয়াল। তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে দাবাং চরিত্রের জন্য বেছে নিয়েছেন বাঁহাতি তরুণ ওপেনার। দলের সবচেয়ে অলস প্লেয়ার কে? এই প্রশ্নের উত্তরে জয়সওয়াল বেছে নিয়েছেন কুলদীপ যাদবকে।
সেই অনুষ্ঠানে এসে জয়সওয়াল বলেন,"রোহিত ভাই যখনই আমাদের বকাবকি করেন, তার মধ্যে অনেক আদর এবং ভালবাসা লুকিয়ে থাকে। সত্যি বলতে, যদি রোহিত ভাই বকাবকি না করেন, তাহলে মনে হয় কিছু একটা গোলমাল হয়েছে। কী হল, বকছেন না কেন? আমার কোনও কথায় তিনি কি কষ্ট পেয়েছেন?"
জয়সওয়াল বিশাখাপত্তনমে তাঁর প্রথম একদিনের শতরানের সময় বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনের সঙ্গেই বড় পার্টনারশিপ গড়েছিলেন। তিনি জানান যে তাঁদের উপস্থিতি কীভাবে ড্রেসিংরুমের পরিবেশ বদলে দেয়। তিনি বলেন, "যখন তাঁরা দু'জন (রোহিত-কোহলি) থাকেন, তখন আমাদের জন্য খুব ভাল হয়, কারণ তাঁরা খেলা নিয়ে আলোচনা করেন এবং তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁরা যেভাবে ভারতের জন্য ম্যাচ খেলেছেন এবং জিতেছেন, তাঁরা আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁরা আমাদের বলেন যে তাঁরা তাঁদের তরুণ বয়সে কোন ভুলগুলি করেছিলেন এবং আমরা কীভাবে সেগুলি থেকে বাঁচতে পারি।"
বাঁহাতি তরুণ ওপেনার আরও বলেন, "যখন তাঁরা থাকেন না, তখন তাঁদের অভাব অনুভব করি। যখন তাঁরা থাকেন, তখন পরিবেশ আরামদায়ক (রিল্যাক্সড) হয়ে যায়। তৃতীয় একদিনের ম্যাচ খেলার সময় রোহিত ভাই আমাকে বলেছিলেন যে আমি যেন সংযত থাকি, সময় নিই এবং তিনি নিজে ঝুঁকি নেবেন, কতজন এমনটা করে? একইভাবে বিরাট পাজি আমাকে ছোট ছোট লক্ষ্য দিলেন এবং বললেন যে আমাদের এই ম্যাচ জিততে হবে।"




















