Yuzvendra Chahal Divorce: সম্পর্কে ইতি! বিচ্ছেদ হয়ে গেল চাহাল-ধনশ্রীর, মুখ ঢেকে আদালতে হাজির দুজনে
IPL 2025: যুজবেন্দ্র চাহালের আইনজীবী নীতীন কুমার গুপ্ত ও সঞ্চয় মলহোত্র সংবাদমাধ্যমকে বলেছেন, চাহালের সঙ্গে ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে।

মুম্বই: তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা দীর্ঘদিনের। দুই তারকারই ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছিল, একসঙ্গে থাকছেন না দম্পতি। তাঁদের বিচ্ছেদ নাকি শুধু সময়ের অপেক্ষা।
যদিও যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা (Dhanashree Verma and Yuzvendra Chahal Divorce) - দুজনই এ নিয়ে মৌনব্রত নিয়েছিলেন। কারও তরফ থেকেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরং মাঝে চাহালের সঙ্গে নিজের পুরনো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফিরিয়েছিলেন ধনশ্রী। যা থেকে নতুন করে জল্পনা শুরু হয় যে, তাহলে চাহালের সঙ্গে তাঁর সম্পর্ক ফের আগের জায়গায় ফিরেছে। দূরত্ব কমে কি ফের দুজনে কাছাকাছি?
যদিও বৃহস্পতিবার সমস্ত জল্পনায় সিলমোহর পড়ল। আইনি পথে বিচ্ছেদ হয়ে গেল যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার । মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে এদিন দুই তারকাই হাজির ছিলেন। যদিও আদালতের বাইরে দুজনকেই দেখা গিয়েছে মুখে মাস্ক পরে । ধনশ্রী এসেছিলেন সাদা টি শার্ট ও ডেনিম জিন্স পরে । চোখে ছিল রোদচশমা। চাহাল কালো পুলওভার পরেছিলেন ।
যুজবেন্দ্র চাহালের দুই আইনজীবী নীতীন কুমার গুপ্ত ও সঞ্চয় মলহোত্র সংবাদমাধ্যমকে বলেছেন, 'চাহালের সঙ্গে ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। ওঁরা আর স্বামী-স্ত্রী নেই। দুই পক্ষের যৌথ আবেদন গ্রহণ করেছে আদালত। এখন ওঁরা স্বাধীনভাবে নিজেদের মতো করে জীবন যাপন করতে পারবেন।'
ধনশ্রী বর্মার আইনজীবী জানিয়েছেন, পুরো বিষয়টিই যেহেতু আইনি, সেহেতু তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না। তবে জানিয়েছেন, দুই পক্ষের সম্মতিতে বিচ্ছেদ হয়ে গিয়েছে।
চাহালের সঙ্গে সম্প্রতি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে দেখা গিয়েছিল এক তরুণীকে। পরে জানা যায় সেই তরুণীর পরিচয়ও। তিনিও ধনশ্রীর মতোই নামী সেলিব্রিটি। আর জে মাহভাশ (RJ Mahvash)। চাহালের সঙ্গে বসেই তিনি ভারত বনাম নিউজ়িল্যান্ড খেলা দেখেন। ভারত ফাইনালে নিউজ়িল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর চাহালের সঙ্গে সেলিব্রেটও করেন মাহভাশ।
তারপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জোর জল্পনা। এর মাঝেই ধনশ্রীর একটি ইনস্টাগ্রাম স্টোরিও ভাইরাল হয়। যেখানে ধনশ্রী লিখেছিলেন যে, সব ব্যাপারে মহিলাদের দোষ দিয়ে দেওয়া খুব সহজ বিকল্প। অনেকেই মনে করেন যে, মাহভাশের সঙ্গে চাহালের সম্পর্কের জেরেই যে তাঁদের বিচ্ছেদ, যেন সেই বার্তাই দিতে চেয়েছেন ধনশ্রী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
