Ronaldo in Premier League: সিআরসেভেনই থাকছেন রোনাল্ডো, পাল্টাচ্ছে না জার্সি নম্বর
দ্বিতীয় দফায় প্রিমিয়র লিগে ফিরে প্রিয় সাত নম্বর জার্সি পরেই মাঠে নামবেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হল।
লন্ডন: ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তনের পরে সিআরসেভেনই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)!
ম্যাঞ্চেস্টারে ফিরে সিআর সেভেন তকমা খোয়াতে হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। দ্বিতীয় দফায় প্রিমিয়র লিগে ফিরে প্রিয় সাত নম্বর জার্সি পরেই মাঠে নামবেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হল। ক্লাবের তরফে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর বিখ্যাত সাত নম্বর জার্সিই পরবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা প্রথম দফায় ঐতিহাসিক এই জার্সি পরেই ম্যান ইউয়ে খেলতেন। আরও একবার রোনাল্ডোর পিঠে সেই নম্বরই দেখা যাবে।’
ম্যাঞ্চেস্টার ইউনািটেডে গত মরসুম থেকেই উরুগুয়ের তারকা এডিনসন কাভানি সাত নম্বর জার্সি পরে মাঠে নামছেন। তাই এবার শেষ মুহূর্তে রোনাল্ডো ক্লাবে ফিরলেও সংশয় ছিল তাঁর সাত নম্বর জার্সি ফিরে পাওয়া নিয়ে। কাভানি নিজে যদিও রোনাল্ডোর জন্য সাত নম্বর জার্সি ছাড়তে প্রস্তুত ছিলেন।
বাদ সেধেছিল প্রিমিয়ার লিগের নিয়ম। প্রিমিয়ার লিগের সব ফুটবলারের জার্সি নম্বর নথিভুক্ত করা হয়ে গিয়েছিল আগেই। ইপিএল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি আদায় করে ক্রিশ্চিয়ানোকে সাত নম্বর জার্সি ফিরিয়ে দিচ্ছে ম্যান ইউ। কাভানি এবার থেকে সাত নম্বরের বদলে ২১ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন। উরুগুয়ের জাতীয় দিলে তিনি ২১ নম্বর জার্সি পরেই খেলতে নামেন।
সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সই করা জার্সি চাইলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি রোনাল্ডোর নাম ও জার্সি নম্বর সহ ৮০টি জার্সি চেয়েছেন বলে জানা গিয়েছে। বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, প্রথম জার্সিটিতে যেন রোনাল্ডোর সই থাকে।
গত সপ্তাহে জানা যায়, ইতালি থেকে ইংল্যান্ডে ফিরছেন ‘সিআর ৭’। তাঁকে ফের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে। রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার খবরে ম্যান ইউ সমর্থকরা উচ্ছ্বসিত। রানি দ্বিতীয় এলিজাবেথও যে রোনাল্ডোর ভক্ত, সেটা এতদিন জানা যায়নি। এবার জানা গেল, রোনাল্ডোর সই করা জার্সি চেয়েছেন তিনি। একটি ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়। পরে অবশ্য ট্যুইটটি মুছে দেওয়া হয়েছে। ফলে এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।