Cristiano Ronaldo: রোষের মুখে এবার রেফারি, মাঠে ফের মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন রোনাল্ডো
CR7: বারবার মেজাজ হারাতে দেখা যাচ্ছে রোনাল্ডোকে।
দুবাই: কয়েকদিন আগেই মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। ফের মাঠে মেজাজ সপ্তমে চড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। এবার রেফারির সঙ্গে বচসায় জড়ালেন পর্তুগিজ মহাতারকা।
সম্প্রতি বারবার মেজাজ হারাতে দেখা যাচ্ছে রোনাল্ডোকে। কখনও গোল করতে না পেরে ক্ষোভ দেখাচ্ছেন। কখনও দলের হারের পর সতীর্থদের উপরও ক্ষোভ উগরে দিচ্ছেন। এবার রেফারির উপর চড়াও হতে দেখা গেল তাঁকে। যদিও ম্যাচে রোনাল্ডো নিজে গোল করেছেন। তাঁর দলও ম্যাচ জিতেছে।
সৌদি প্রো লিগে আল-রায়েদের বিরুদ্ধে খেলতে নেমেছিল আল নাসের। কিক অফের পর চার মিনিটেই গোল করেন রোনাল্ডো। বিরতিতে ২-০ গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটের মাথায় বিতর্কিত ঘটনাটি ঘটে। বাঁ দিক থেকে বল নিয়ে বিপক্ষের পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন রোনাল্ডো। লক্ষ্য ছিল গোলে শট নেওয়া। কিন্তু তার আগেই আল-রায়েদের রক্ষণভাগের ফুটবলার মুবারক আব্দুল রহমান আল রাজেহ তাঁকে কড়া ট্যাকল করেন। রোনাল্ডো মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন রোনাল্ডো। কিন্তু রেফারি সেই আবেদনে কর্ণপাত করেননি। তাতেই হতাশায় মাটিতে দু-তিনবার চাপড় মারেন রোনাল্ডো। সতীর্থরা তখনও পেনাল্টির আবেদন করছিলেন। ভার প্রযুক্তির সাহায্য নেওয়ার পরেও পেনাল্টি দেওয়া হয়নি।
View this post on Instagram
সৌদি আরবে পা রাখার পর থেকেই একেবারেই ভালো ফর্মে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একের পর ম্যাচ হোক বা টুর্নামেন্টে খারাপ ফল করেছে তাঁর দল আল নাসেরও। পাশাপাশি রোনাল্ডো নিজেও বিতর্কে জড়িয়েছেন একাধিক বার। বারবার তাঁর আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন।
টানা তিন ম্যাচ গোল পাননি সিআরসেভেন। আল নাসেরও সৌদি প্রো লিগের শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়েছে। বিদায় নিয়েছে কিংস কাপ থেকেও। সৌদি প্রো লিগে এই মুহূর্তে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আল নাসের।