Croatia vs Morocco: হাড্ডাহাড্ডি ম্যাচে মরক্কোকে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ক্রোয়েশিয়া
Croatia Football Team: গতবারের রানার্স আপ হওয়ার পর এই বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করল ক্রোয়েশিয়া।
দোহা: খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপে (FIFA WC 2022) তৃতীয় স্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মরক্কো ও ক্রোয়েশিয়া (Croatia vs Morocco)। বিশ্বকাপে এটিই লুকা মদ্রিচের শেষ ম্যাচ ছিল। তাই স্বাভাবিকভাবেই তাঁর দিকে সকলের বাড়তি নজর ছিল। ক্রোয়েশিয়ার বিশ্বজয়ের স্বপ্ন সার্থক না হলেও ২-১ গোলে মরক্কোকে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ক্রোয়েশিয়া।
রোমাঞ্চকর প্রথমার্ধ
ক্রোটদের হয়ে চলতি বিশ্বকাপে সকলেরই নজর কেড়েছেন জেস্কো গোয়ার্দিঅল। তিনিই সপ্তম মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন। তবে মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনু তার আগে ম্যাচের একেবারে শুরুর দিকেই বল মিস কিক করে আরেকটু হলেই আত্মঘাতী গোল করে বসছিলেন। অবশ্য শেষ পর্যন্ত বল অল্পের জন্য জালে জড়ায়নি। ম্যাচে পিছিয়ে পড়ার পরেই মরক্কো গোটা বিশ্বকাপের মতোই হার না মানা মানসিকতার পরিচয় দিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ম্যাচে ফিরে আসেন। ক্রোয়েশিয়ার গোল হওয়ার মিনিট দুয়েক পরেই হাকিম জিয়খের ফ্রি-কিক থেকে নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন আশরাফ দাড়ি।
লুকা মদ্রিচ ম্যাচের ২৪ মিনিটের মাথায় দলকে আরেকটু হলেই আবারও এগিয়ে দিচ্ছিলেন। তবে বুনু কোনওরকমে সে যাত্রায় মরক্কোকে বাঁচিয়ে দেন। অবশ্য প্রথমার্ধের শেষের দিকে, মিসলাভ ওরসিচের চিপ শটে তাঁর করার কিছুই ছিল না। বুনুকে গোললাইনের একটু আগে দেখে পেনাল্টি বক্সের বাঁ প্রান্ত থেকে এক মাপা চিপ শটে ৪২ মিনিটের মাথায় ক্রোয়েশিয়াকে ফের এগিয়ে দেন ওরসিচ।
শেষ মুহূর্তের সুযোগ
দ্বিতীয়ার্ধে আর কোনও গোল না হওয়ায় ক্রোয়েশিয়ায় ম্যাচ জিতে নেয়। ম্যাচের একেবারে শেষ লগ্নে ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আট্টিয়াত-আল্লাহ এক ঠিকানা লেখা ক্রস বাড়ান। ক্রোয়েশিয়ার পেনাল্টি বক্সে এক দারুণ লাফ নিলেও ইউসুফ এল-নাসিরির হেডারের গোলের অল্প ওপর দিয়ে বেরিয়ে যায়। তবে এই ম্যাচ হারলেও প্রথম আফ্রিকান দেশ হিসাবে বিশ্বকাপে চতুর্থ হওয়ার কৃতিত্ব অর্জন করলেন অ্যাটলাস লায়ন্সরা।
আরও পড়ুন: মেসির প্রতি সহানুভূতি নেই, দেশেবাসীর জন্যই বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর দেম্বেলে