Matheesha Pathirana: ওয়ান ডে অভিষেকে উইকেট পেলেন ধোনির তুরুপের তাস পাথিরানা, তবে ম্যাচ হারল শ্রীলঙ্কা
SL vs Afg: মাথিশা পাথিরানা শুক্রবার শ্রীলঙ্কার হয়ে ওয়ান ডে অভিষেক ঘটালেন। আফগানিস্তানের রহমত শাহর উইকেটও নিলেন।
হাম্বানটোটা: সদ্যসমাপ্ত আইপিএলের আবিষ্কার বলা হচ্ছে তাঁকে। লাসিথ মালিঙ্গার সঙ্গে বোলিং অ্যাকশনের হুবহু মিল রয়েছে বলে অনেকে তাঁকে 'বেবি মালিঙ্গা' বলছেন। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) তত্ত্বাবধানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে তিনি নিজেকে মেলে ধরেছিলেন।
সেই মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) শুক্রবার শ্রীলঙ্কার হয়ে ওয়ান ডে অভিষেক ঘটালেন। আফগানিস্তানের রহমত শাহর উইকেটও নিলেন। ওয়ান ডে ক্রিকেটে শ্রীলঙ্কার ডানহাতি পেসারের প্রথম উইকেট।
তবে কেরিয়ারের প্রথম ওয়ান ডে ম্যাচে খুব একটা সুখের অভিজ্ঞতা হয়নি সদ্য চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জেতা পেসারের। কারণ, ৮.৫ ওভারে ৬৬ রান খরচ করেছেন ডানহাতি পেসার। শ্রীলঙ্কা ৬ উইকেটে আফগানিস্তানের কাছে ম্যাচ হেরেও গিয়েছে।
শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাঠে গিয়ে হারানো! বিশ্ব ক্রিকেটের অন্যতম কঠিন কাজ মনে করা হয়। আর সেই কাজই করে দেখাল আফগানিস্তান (SL vs Afg)। হাম্বানটোটায় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিল আফগানিস্তান। ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেলেন আফগানরা।
এই ম্যাচে আফগানিস্তান পায়নি দলের একাধিক তারকা ক্রিকেটারকে। রশিদ খান চোটের জন্য মাঠে নামতে পারেননি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে খেলা নবীন উল হক ব্যস্ত ভাইটালিটি ব্লাস্টে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে নজর কাড়া উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি। তা সত্ত্বেও শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারিয়ে দিল আফগানিস্তান।
দলের জয়ে ব্যাট হাতে সব থেকে বড় ভূমিকা নেন ইব্রাহিম জাদরান। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৯৮ করে আউট হন। হাফসেঞ্চুরি করেন রহমত শাহ। ৪৬.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে আফগানিস্তান।
হাম্বানটোটায় টস জিতে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ২৬৮ রান তোলে। ৯১ রান করে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান চরিথ আসালঙ্কা। হাফসেঞ্চুরি করেন ধনঞ্জয় ডি'সিলভা। ৫১ রান করে মহম্মদ নবির বলে ফেরেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৪৬.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৬৯ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৯ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেল আফগানিস্তান।