CSK vs GT: মাঠের লড়াইয়ের আগে ধোনি-বন্দনায় প্রতিপক্ষ দলের অধিনায়ক হার্দিক
IPL 2023: আজ চিপকে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে ধোনির নেতৃত্বাধীন সিএসকের মুখোমুখি হবে হার্দিকের গুজরাত টাইটান্স।
চেন্নাই: আজই আইপিএলের (IPL 2023) প্রথম কোয়ালিফায়ারে হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেই খেলতে নামবেন মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kimgs)। আজকের ম্যাচ যে দল জয় পাবে, তারা সরাসরি আইপিএলের ফাইনালে পৌঁছে যাবে। মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে এই ম্যাচের আগে মাঠের লড়াইকে দূরে সরিয়ে রেখে প্রতিপক্ষ অধিনায়কের বন্দনায় আরেক অধিনায়ক।
মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা কিপার-ব্যাটার হিসাবে গণ্য করা হয় মহেন্দ্র সিংহ ধোনিকে। আইপিএলে প্রায় প্রতি ম্যাচের পরেই কী দেশি, বিদেশি, তরুণ ক্রিকেটারদের প্রায়শই ধোনির সঙ্গে আলাপ আলোচনা করতে দেখা যায়। গুজরাত অধিনায়ক হার্দিকও যে ধোনি-অনুরাগী তা মোটামুটি সকলেই জানেন। কোয়ালিফায়ারের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফের একবার ধোনি-বন্দনায় হার্দিক। গুজরাত টাইটান্সের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা একটি ভিডিওতেই হার্দিককে ধোনির প্রশংসা করতে শোনা যায়।
গুজরাত টাইটান্স সেই ভিডিওর ক্যাপশনে লেখে, 'ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড, মহেন্দ্র সিংহ ধোনি আবেগের অপর নাম।' এই ভিডিওতেই হার্দিক বলেন, 'আমি সর্বদা মহেন্দ্র সিংহ ধোনি-অনুরাগী ছিলাম এবং থাকব। গোটা বিশ্বে ওঁর কোটি কোটি সমর্থক রয়েছে। ধোনিকে ঘৃণা করতে হলে ব্যক্তি হিসাবে আমায় খুব খারাপ হতে হবে। তবে সকলে যেমন ধোনিকে খুব গম্ভীর একজন মানুষ ভাবেন, আমি কিন্তু তেমনটা মনে করি না। আমি ওঁর সঙ্গে প্রচুর হাসিঠাট্টা করে। আমার কাছে ওঁ মহেন্দ্র সিংহ ধোনি নন।'
Captain. Leader. Legend.@msdhoni is an emotion 💙 Here’s a special tribute from @hardikpandya7 to the one and only Thala ahead of a special matchday in Chennai! 🤝#GTvCSK | #PhariAavaDe | #TATAIPL Playoffs 2023 pic.twitter.com/xkrJETARbJ
— Gujarat Titans (@gujarat_titans) May 23, 2023
পাণ্ড্য জানান ধোনি তাঁর কাছে বড় দাদার মতো। 'আমি ওঁর থেকে প্রচুর ইতিবাচক জিনিসপত্র শিখেছি। আর সেইসব শেখার জন্য যে সারাক্ষণ ওঁর সঙ্গে কথা বলতে হবে তেমনটা নয়। কেবল ওঁকে দেখেই অনেক কিছু শেখা সম্ভব। আমার কাছে ওঁ আমার বন্ধু, আমার দাদার মতো, যার সঙ্গে আমি হাসিঠাট্টা করতে পারি, মজা করে সময় কাটাতে পারি।'