CWG 2022, Badminton: প্রথম সোনা জয়ের দিকে আরও একধাপ এগোলেন সিন্ধু, পিছিয়ে পড়েও পৌঁছলেন সেমিফাইনালে
PV Sindhu: সিন্ধু ২০১৪ সালে গ্লাসগোয় ব্রোঞ্জ এবং ২০১৮ সালে গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন। এবার অবশেষে তিনি সোনা জিততে পারেন কি না এখন সেটাই দেখার।
বার্মিংহাম: চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মিক্সড দলের ইভেন্টে ফাইনালে পৌঁছেও পদক হাতছাড়া হয়েছিল ভারতীয় ব্যাডমিন্টন দলের। সেই হতাশা ভুলে সিঙ্গলসে নিজের প্রথম কমনওয়েলথ গোল্ড মেডেলের দিকে আরও একধাপ এগোলেন পিভি সিন্ধু (PV Sindhu)।
পিছিয়ে পড়েও জয়
ভারতীয় তারকা শাটলার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পিছিয়ে পড়েও নিজের ম্যাচ জেতেন। তিনি মালয়েশিয়ার গোহ ওয়েই জিনকে তিন গেমে পরাজিত করলেন। ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-১৪, ২১-১৮। দুই বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু এই নিয়ে টানা তৃতীয়বার সিঙ্গলসে কমনওয়েলথ গেমসের সেমিতে পৌঁছলেন। ২০১৪ সালে গ্লাসগোয় তিনি ব্রোঞ্জ এবং ২০১৮ সালে গোল্ড কোস্টে রুপো জিতেছিলেন। এবার অবশেষে সোনা আসে কি না এখন সেটাই দেখার।
হার আকর্ষির
অবশ্য আকর্ষি কাশ্যপের (Aakarshi Kashyap) কমনওয়েলথ গেমসের অভিযান শেষ হয়ে গেল। নিজের প্রথম কমনওয়েলথ গেমসে ভারতীয় প্যাডলার কোয়ার্টার ফাইনালে পরাজিত হলেন গত দুইবারে যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জয়ী শাটলার, স্কটল্যান্ডের ক্রিস্টি গিলমোরের বিরুদ্ধে। ম্যাচের ফলাফল ১০-২১, ৭-২১। তবে ভারতীয় ব্যাডমিন্টন অনুরাগীদের জন্য এখানেই দিনের শেষ নয়, এখনও পুরুষদের কোয়ার্টার ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেন আজ রাতেই কোর্টে নামছেন।
লন বলে ইতিহাস ভারতীয় পুরুষ দলের। পুরুষদের ফোরস ফাইনালে নর্দার্ন আয়ার্ল্যান্ডের কাছে হেরে গেলেন ভারতীয় অ্যাথলিটরা। সোনার স্বপ্ন হয়তো অধরা থাকল। কিন্তু রুপো পেল ভারত। লন বলে ভারতীয় পুরুষ দলের প্রথম পদক। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করছিলেন সুনীল বাহাদুর (লিড), নভনীত সিংহ (সেকেন্ড), চন্দন কুমার সিংহ (থার্ড) ও দীনেশ কুমার (স্কিপ)। এবারের কমনওয়েলথ গেমসে লন বলে এটা ভারতের দ্বিতীয় পদক। ফাইনালে নর্দার্ন আয়ার্ল্যান্ড ১৮-৫ ব্যবধানে হারিয়ে দেয় ভারতকে। ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসে শেষবার লন বলে সোনা জিতেছিল নর্দার্ন আয়ার্ল্যান্ড। এরপর ফের সোনা জিতল এবার।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ব্রিটিশ বধ করে পদক নিশ্চিত করলেন হরমনপ্রীতরা