Saurav Ghosal: অবিশ্বাস্যভাবে পদক জিতে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন সৌরভ, দেখুন ভিডিও
CWG 2022: ৩৫ বছর বয়সে কমনওয়েলথ গেমস থেকে জিতে নিলেন পদক। স্কোয়াশে ব্রোঞ্জ পেতেই কান্নায় ভেঙে পড়লেন বঙ্গতারকা।
বার্মিংহাম: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো অনেকেই বলে থাকেন, বয়স নেহাত একটা সংখ্যা। আসল হল দক্ষতা। মুন্সিয়ানা। যা থাকলে স্বপ্নপূরণ সম্ভব। বয়স তখন আর কোনও বাধা হয়ে উঠতে পারে না।
ক্রীড়াদুনিয়ার আরেক সৌরভ, সৌরভ ঘোষাল (Saurav Ghosal) যেন সেই আপ্তবাক্যটাই ফের একবার মনে করালেন। ৩৫ বছর বয়সে কমনওয়েলথ গেমস থেকে জিতে নিলেন পদক। স্কোয়াশে ব্রোঞ্জ পেতেই কান্নায় ভেঙে পড়লেন বঙ্গতারকা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।
অবিশ্বাস্য সফর
৯ ম্যাচের ৮টিতে হেরেছিলেন যাঁর কাছে, তাঁকে হারিয়েই স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল। জয়ের পরে আবেগ ধরে রাখতে পারলেন না। ম্যাচের শেষে কেঁদে ফেলেন সৌরভ। তাঁকে কাঁদতে দেখে আবেগ প্রবণ হয়ে পড়েছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা।
ব্রোঞ্জ প্লে অফের ম্যাচে জেতেন সৌরভ। কমনওয়েলথ গেমস ২০২২-এ স্কোয়াশে প্রথম পদক জিতল ভারত। জেমস উইলসট্রপ-কে ৩-০ ব্যবধানে হারিয়ে স্কোয়াশের পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল।
৩৫ বছর বয়েসে ইতিহাস গড়লেন সৌরভ। কমনওয়েলথ গেমস ২০২২- এ স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন তিনি। ইতিমধ্য়েই উচ্ছ্বাসে ভেসেছে সারা দেশ। বুধবার স্কোয়াশে দেশের অন্যতম স্কলার খেলোয়াড় হিসেবে সৌরভ ব্রোঞ্জ পদকের ম্যাচে নামেন। জেমস উইলসট্রপকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি।
অতীতে বহুবার পদক জয়ের কাছাকাছি পৌঁছেও হাত থেকে ফসকে গিয়েছে সৌরভের। সেমিফাইনালে হেরে গিয়েছিলেন নিউজিল্যান্ড প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে থেমে থাকেননি। আশা হারাননি তিনি। তবে বুধবার সবকিছু হার মানল তাঁর ইচ্ছের কাছে। ঐতিহাসিক দৃষ্টান্ত গড়লেন সৌরভ ঘোষাল। এদিন কমনওয়েলথ গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ জয়ের পর সৌরভ ঘোষালকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
IT's NOT JUST A WIN, IT's MORE THAN THAT📸@SauravGhosal bagged a historic medal (🥉) for India at #CommonwealthGames, the 1st ever medal for India in Squash Singles event 🤩
— SAI Media (@Media_SAI) August 4, 2022
Watch his winning moment🎦
Great Stuff Champ 🤟
Let's #Cheer4India 🇮🇳#India4CWG2022@PMOIndia pic.twitter.com/DBo2EwYwW4
আরও পড়ুন: কোচিং শুরু করেই বাউন্সের বিরুদ্ধে ব্যাটারদের সড়গড় করে তোলার প্রয়াস লক্ষ্মীরতনের