এক্সপ্লোর
Advertisement
চোটের জন্য দলে নেই দীপক চাহর, এলেন নভদীপ সাইনি
গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালে পিঠের সামান্য ব্যথা অনুভব করেন চাহার। বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করে এবং ফাস্ট বোলারের পুরোপুরি সেরে ওঠার জন্য বিশ্রামের পরামর্শ দেয়।
নয়াদিল্লি: চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় দলের পেসার দীপক চাহার। তাঁর জায়গায় দলে এসেছেন নভদীপ সাইনি। বিসিসিআই-এর নির্বাচক কমিটি চাহারের পরিবর্ত হিসেবে সাইনিকে বেছে নিয়েছে।
গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালে পিঠের সামান্য ব্যথা অনুভব করেন চাহার। বোর্ডের মেডিক্যাল টিম তাঁর চোট পরীক্ষা করে এবং ফাস্ট বোলারের পুরোপুরি সেরে ওঠার জন্য বিশ্রামের পরামর্শ দেয়। সিরিজের তৃতীয় ম্যাচ রবিবার। গতকালের ম্যাচ জিতে ভারত সিরিজে সমতা ফিরিয়েছে। তৃতীয় ম্যাচেই সিরিজের ফয়সালা হবে। সাইনি ভারতের হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টি ২০ ম্যাচ খেলে ৬ টি উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় দলে দুই পেসার মহম্মদ শামি, শার্দুল ঠাকুর রয়েছেন। সেক্ষেত্রে সিরিজের নির্ণায়ক ম্যাচে সাইনির একদিনের ক্রিকেটে অভিষেকে সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক অগ্রবাল, কেএল রাহুল, শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনিUPDATE: Deepak Chahar has been ruled out of the 3rd @Paytm #INDvWI ODI. Navdeep Saini replaces him.
Details - https://t.co/7vL5GJobTU pic.twitter.com/QbHQL1KMyY — BCCI (@BCCI) December 19, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement