এক্সপ্লোর
Advertisement
সংজ্ঞাহীন বসন্তবৌরিকে শুশ্রূষা করলেন ধোনি-সাক্ষী, উড়ে যেতেই মন খারাপ জীভার
সুন্দর, রঙিন কী পাখি এটা! জীভার কৌতূহল হয়। তার কৌতূহল নিরসন করেন সাক্ষী।
রাঁচি: উড়তে উড়তে অসুস্থ হয়ে পড়েছিল একটি পাখি। সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েছিল রাঁচিতে মহেন্দ্র সিংহ ধোনির ফার্মহাউসের বাগানে। ছোট্ট জীভা দেখতে পেয়েই ডেকে আনে বাবা-মাকে। শুরু হয় পাখিটির শুশ্রূষা। সুস্থ হয়ে অবশেষে উড়ে গিয়েছে পাখিটি।
বুধবার ইনস্টাগ্রামে ঘটনাটির কথা জানিয়েছে ধোনি-কন্যাই। জীভা লিখেছে, ‘আজ সন্ধ্যায় আমাদের বাগানে একটি পাখিকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি চিৎকার করে বাবা-মাকে ডাকি। বাবা হাতে করে পাখিটিকে তুলে কিছুটা জল খাওয়ায়। কিছুক্ষণ পরে সেটি চোখ মেলে তাকায়। আমরা খুব খুশি হয়েছিলাম।’
কিন্তু সুন্দর, রঙিন কী পাখি এটা! জীভার কৌতূহল হয়। তার কৌতূহল নিরসন করেন সাক্ষী। জীভা লিখেছে, ‘একটা ঝুড়ির মধ্যে পাখিটা রেখে গাছের পাতার ভেতর সেটিকে রেখেছিলাম। মা বলল যে এটা বসন্তবৌরি পাখি। কী সুন্দর ছোট্ট একটা পাখি।’
যদিও মন খারাপ ধোনি-কন্যার। কারণ? উড়ে গিয়েছে তার নতুন বন্ধু। জীভা লিখেছে, ‘আচমকা পাখিটা উড়ে গেল। আমি চাইছিলাম ওটা থাকুক। কিন্তু মা বলল পাখিটা উড়ে ওর মায়ের কাছে চলে গিয়েছে। তবে আমি নিশ্চিত ওর সঙ্গে আবার দেখা হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement