এক্সপ্লোর
আগুনের গ্রাস থেকে টিমমেটদের নিরাপদে বের করে নিয়ে এলেন ক্যাপ্টেন কুল

নয়াদিল্লি: মাঠ হোক বা মাঠের বাইরে ক্যাপ্টেন কুল সর্বদা সামনে থেকেই নেতৃত্ব দেন। তার প্রমাণ আরও একবার পাওয়া গেল, এবার চরম সংকটের সময়। হোটেল আগুন লাগার পর দলের সদস্যদের নিরাপদে বেরিয়ে আসার ক্ষেত্রে নেতার ভূমিকাতেই থাকলেন মাহি। দিল্লিতে আইটিসি ওয়েলকাম দ্বারকা হোটেলে ঝাড়খণ্ড টিমের সহখেলোয়াড়দের সঙ্গে প্রাতঃরাশ সারছিলেন দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোঁয়ার কুন্ডলি তাঁর চোখেই প্রথম ধরা পড়ে। তিনি সঙ্গে সঙ্গেই সবাইকে সতর্ক করে দেন। দলের সবাইকে হোটেল থেকে বেরিয়ে যেতে বলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মাহি। শুধু তাই নয়, হোটেলে আটক অন্যান্যদের বের করে আনার জন্য সেখানকার কর্মীদের প্রয়োজনীয় নির্দেশও দেন তিনি। ধোনি বলেছেন, কাছের একটি মল থেকে আগুনটা ছড়িয়েছিল এবং তা হোটেলের দিকে আসছিল। ঘন কালো ধোঁয়া আসছিল। কী হচ্ছে, ঠিক বুঝতে পারছিলাম না। হোটেল থেকে বের হওয়ার পরই ধোনি সহ ঝাড়খণ্ড দলকে বাসে উঠতে বলা হয়। সেখান থেকে মাঠে নিয়ে যাওয়া হয়। দলের কেউই হোটেলে থাকা কিটও নিতে পারেননি। কারণ, ততক্ষণে আগুন হোটেলে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার কারণে খেলোয়াড়রা কিছু দেখতেও পাচ্ছিলেন না। তাঁদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঝাড়খণ্ড দলের খেলোয়াড় সৌরভ তিওয়ারি বলেছেন, কালো ধোঁয়ায় সবকিছু ঢেকে গিয়েছিল, আমি আমার রুম পার্টনারকেও দেখতে পাচ্ছিলাম না। ইশান কিষাণ বলেছেন, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। অগ্নিকাণ্ডের সময় হোটেল ছিলেন দীনেশ কার্তিক, কোচ হৃঋিকেশ কানিতকর সহ তামিলনাড়ু দলও। দলের সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















