এক্সপ্লোর
Advertisement
প্র্যাকটিস ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ধোনি
নয়াদিল্লি: বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ভারতের একদিনের ও টি-২০ ম্যাচের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২৯ অক্টোবর বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে ভারতের হয়ে তো বটেই, এমনকী ঘরোয়া ক্রিকেটের ম্যাচও খেলেননি। কোনওরকম ম্যাচ অনুশীলন ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজ খেলবেন ধোনি।
আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। সম্প্রতি ভারতের কোচ অনিল কুম্বলে বলেছেন, চোট পাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে অন্তত একটি ম্যাচ খেলে তবেই জাতীয় দলে ফিরতে হবে। কিন্তু ধোনি যেহেতু টেস্ট থেকে অবসর নিয়েছেন, তাই তাঁর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। সেই কারণে ঘরোয়া ম্যাচ না খেলেই সরাসরি জাতীয় দলের হয়ে খেলবেন ধোনি।
২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়া একদিনের সিরিজের আগে ঝাড়খণ্ডের হয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলেছিলেন ধোনি। এবারের বিজয় হাজারে ট্রফি শুরু হবে আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে। ফলে আপাতত ধোনির সামনে রঞ্জি ট্রফি ছাড়া আর খেলার সুযোগ নেই। তবে তিনি ইংল্যান্ড সিরিজের আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার ইঙ্গিতও দেননি।
ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিব রাজেশ বর্মা বলেছেন, ধোনি তাঁদের রঞ্জি দলের মেন্টর। কিন্তু তিনি যেহেতু আর টেস্ট খেলেন না, তাই রঞ্জি ট্রফির ম্যাচও খেলবেন না। তবে তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন।
জাতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ধোনি রঞ্জি ম্যাচ খেলবেন বলে তাঁদের জানা নেই। তাঁদের কাছে খবর, ঝাড়খণ্ড দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন ধোনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement