Novak Djokovic: গানে গানে উইম্বলডন জয়ের অভিনব সেলিব্রেশন, জকোভিচ যেন পপ স্টার
Novak Djokovic Update: ফাইনালে কিরিয়সকে হারানোর পথে জকোভিচের পক্ষে ফলাফল- ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬। শেষ সেট টাইব্রেকারে গিয়েছিল। রজার ফেডেরারকে টেক্কা দিলেন জোকার।
বেলগ্রেড: কিছুদিন আগেই কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতেছেন। উইম্বলডনে (Wimbledon) নিজের সপ্তম খেতাব ঝুলিতে পুরেছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এবার টেনিস কাের্টে নয়, একেবারে অন্য মেজাজে গায়কের ভূমিকায় দেখা গেল সার্বিয়ান টেনিস তারকাকে। একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে জকোভিচ একটি ডিনার পার্টিতে অংশ নিয়েছেন। সেখানে সার্বিয়ান পপ গায়ক সাশা কোভাকিচের সঙ্গে গানে মেতে উঠেছেন নোভাক। সেখানে উপস্থিত ছিলেন আরও কয়েকজন। আর টেবিলে রাখা ছিল উইম্বলডন ট্রফিটি। সবাই ক্যামেরা বন্দি করছেন সেই ট্রফির ছবি।
সপ্তমবার উইম্বলডন খেতাব
আবার উইম্বলডনে চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট ছিলেন। সম্ভাবনাই সত্যি করে সপ্তমবার উইম্বলডনে খেতাব জিতলেন নোভাক। কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা। এই বছর এটাই তাঁর শেষ গ্র্যান্ডস্লাম ছিল। চার সেটের ম্যাচে অস্ট্রেলিয়ার নিক কিরিয়স-কে পরাস্ত করলেন জোকার। প্রথম সেট হেরেও পরের তিন সেটে টানা জয় ছিনিয়ে নিলেন তিনি। সেমিফাইনালে নাদালের মুখোমুখি হওয়ার কথা ছিল কিরিয়সের। কিন্তু নাদাল চোটের জন্য সরে দাঁড়ানোয় কিরিয়স সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। ফাইনালে কিরিয়সকে হারানোর পথে জকোভিচের পক্ষে ফলাফল- ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬। শেষ সেট টাইব্রেকারে গিয়েছিল। রজার ফেডেরারকে টেক্কা দিলেন জোকার। ফেডেরারের ২০টি গ্র্যান্ডস্লাম রয়েছে। এবার জোকারের সামনে শুধু নাদাল (২২)।