(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG: ওয়ান ডে সিরিজের ফাঁকেই লন্ডনে ঘুরতে বেরিয়ে গেলেন রোহিত, সূর্যকুমাররা
IND vs ENG ODI: সূর্যকুমার যাদব নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে যে জয়দেব উনাদকাটও তাঁর স্ত্রী-কে নিয়ে উপস্থিত হয়েছিলেন রোহিতদের সঙ্গ দিতে।
লন্ডন: ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচ আগামীকাল। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ১০০ রানে হারতে হয়েছে ভারতীয় দলকে (Indian Cricket Team)। তবে সিরিজ নির্ণায়ক ম্যাচের আগে বেশ খোশমেজাজে পাওয়া গেল রোহিত শর্মা(Rohit Sharma), সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav)। নিজেদের স্ত্রী-কে নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরতে বেরোলেন তাঁরা। সূর্যকুমার যাদব নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে যে জয়দেব উনাদকাটও তাঁর স্ত্রী-কে নিয়ে উপস্থিত হয়েছিলেন রোহিতদের সঙ্গ দিতে। যদিও জয়দেব ভারতীয় দলে নেই এখন।
টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই প্রত্যাবর্তন করেছে ইংল্যান্ড। সিরিজে এই মুহূর্ত ১-১ ব্যবধানে ড্র রয়েছে। আগামীকাল সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচ যে জিতবে সেই দলই ওয়ান ডে সিরিজ জিতে নেবে। শেষ ম্যাচে ব্যাট হাতে ২৯ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। তবে টি-টোয়েন্টি সিরিজে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের জাত চিনিয়েছিলেন সূর্যকুমার। সীমিত ওভারে ফর্ম্য়াটে এই মুহূর্তে ভারতীয় দলের মিডল অর্ডারে অটোমেটিক চয়েস হয়ে গিয়েছেন সূর্য। টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ভাল পারফরম্যান্সের সুবাদে ক্রমতালিকায় ৪৪ ধাপ এগিয়ে কুড়ির ক্রিকেটে প্রথম পাঁচে উঠে এসেছেন সূর্যকুমার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে জায়গা করে নেবেন সূর্যকুমার তা একপ্রকার নিশ্চিত।
পিচ বোঝেননি রোহিত
এদিকে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ হেরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মেনে নিচ্ছেন যে তাঁর পিচের চরিত্র বুঝতে একটু ভুল হয়ে গিয়েছিল। তিনি বলেন, ''আমরা বোলিংটা ভালই করেছিলাম, তবে ব্যাটিংটা ঠিক হয়নি। আমি ভেবেছিলাম পিচটা পরবর্তী সময়ে ব্যাটারদের জন্য অনুকূল হয়ে যাবে। তবে তেমনটা হয়নি। বোলারদের জন্য সবসময়ই সুবিধার ছিল।''
আরও পড়ুন: কাউন্টি ক্রিকেটে নভদীপ সাইনিও, কেন্টের হয়ে খেলবেন ৮টি ম্যাচ