Neeraj Chopra: মাত্র ২ সেন্টিমিটারের জন্য দ্বিতীয়! প্যারিস অলিম্পিক্সের আগে ফের স্বপ্ন দেখাচ্ছেন নীরজ
Doha Diamond League: শুক্রবার রাতে দোহায় ডায়মন্ড লিগে নীরজের শুরুটা ভাল হয়নি। তবে পরের দিকে যে তিনি ঘুরে দাঁড়াতে পারেন, তা দেখিয়ে দিলেন নীরজ।
দোহা: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) আর মাত্র মাস দুয়েক বাকি। তার আগে স্বপ্ন দেখাতে শুরু করলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) দুরন্ত থ্রো করলেন। মাত্র ২ সেন্টিমিটারের জন্য শীর্ষ স্থান পেলেন না। তবে প্যারিস অলিম্পিক্সে তিনি যে ফের বড় কিছু করতে পারেন, সেই বার্তা দিয়ে রাখলেন ভারতের চ্যাম্পিয়ন অ্যাথলিট।
২ সেন্টিমিটার। মাত্র ২ সেন্টিমিটারই ফারাক গড়ে দিল নীরজ ও প্রথম স্থান পাওয়া জাকুব ভাদলেচের মধ্যে। যিনি নীরজের খুব ভাল বন্ধুও। শুক্রবার রাতে দোহায় ডায়মন্ড লিগে নীরজের শুরুটা ভাল হয়নি। তবে পরের দিকে যে তিনি ঘুরে দাঁড়াতে পারেন, তা দেখিয়ে দিলেন নীরজ। অলিম্পিক্সে সোনাজয়ী ও জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন নীরজ তাঁর ষষ্ঠ তথা চূড়ান্ত প্রচেষ্টায় ৮৮.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করেন। জাকুব ৮৮.৩৮ মিটার থ্রো করে চ্যাম্পিয়ন হন।
Vadlejch wins by 2cm!
— Wanda Diamond League (@Diamond_League) May 10, 2024
Jakub Vadlejch threw 88.38 in the third round to win the Men's Javelin! @Neeraj_chopra1 came close on his final attempt, falling just 2cm short with a throw of 88.36 🤯@dldoha #DohaDL🇶🇦 #DiamondLeague
📷@chiaramontesan2 pic.twitter.com/f6hImenm6S
নীরজ সাধারণত পরিচিত শুরুর দিকে লম্বা থ্রো করার জন্য। তাঁর শক্তিই হল শুরুর দিকের প্রচেষ্টায় প্রতিযোগিতার অন্যতম সেরা থ্রোগুলি করার। টোকিও অলিম্পিক্সে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার থ্রো করেছিলেন। যা তাঁর সোনা জয় নিশ্চিত করে দিয়েছিল। তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স ৮৯.৯৪ মিটার। সেটি ছিল ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে তাঁর প্রথম থ্রো। ২০২৩ সালে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন ৮৮.১৭ মিটার থ্রো করে। সেই টুর্নামেন্টে সেটি ছিল নীরজের দ্বিতীয় প্রয়াস। নীরজ যদিও জানিয়েছিলেন, তিনি মোটেও চান না শুরুতেই নিজের সেরাটা দিয়ে পরে ঢিলেমি দিতে। সেই সংকল্পে তিনি যে এগিয়ে চলেছেন, তা দোহায় বুঝিয়ে দিলেন নীরজ।
আরও পড়ুন: গোয়েঙ্কা-রাহুল বিতর্কের মধ্যেই কেকেআর তারকার স্বীকারোক্তি, হারলেও দলকে আগলে রাখেন শাহরুখ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।