Rahul Dravid: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ মিলবে পন্থের? কী বললেন দ্রাবিড়?
Dravid On Pant: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু পন্থের জন্য ক্রমেই কমছে। কীসের ইঙ্গিত দিচ্ছেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়?
মুম্বই: আচমকাই জাতীয় দলের দায়িত্ব পেয়ে গিয়েছিলেন। সুযোগ ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু ঋষভ পন্থ (Rishabh Pant) ভুলতে চাইবেন দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজটি। পাঁচটি ইনিংসে ঋষভের ব্যাট থেকে এসেছে মাত্র ৫৮ রান। যে দুটো ম্যাচে ভারত জয় ছিনিয়ে নিয়েছে, তাতেও পন্থের অবদান কিছুই নেই। এই পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু পন্থের জন্য ক্রমেই কমছে। কীসের ইঙ্গিত দিচ্ছেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়?
পন্থকে নিয়ে কী বললেন দ্রাবিড়?
প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে পন্থের স্ট্রাইক রেট ছিল ১০৫। গড় মাত্র ১৫। পাঁচটি ম্যাচে পন্থের ঝুলিতে সংগ্রহ ২৯, ৫, ৬, ১৭ ও শেষ ম্যাচে অপরাজিত ১। অন্য়দিকে পন্থের নিকটতম প্রতিদ্বন্দ্বী দীনেশ কার্তিক রয়েছেন স্বপ্নের ফর্মে। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরানও হাঁকিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পন্থের বদলে কার্তিককে জাতীয় দলের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট কিপার ব্যাটার হিসেবে দেখতে চাইছেন।
ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড় বলছেন, ''পন্থের হয়ত আরও বেশি কিছু রান করলে ভালো লাগত, তবে দলের জন্য এটা চিন্তার বিষয় নয়। সামনের কয়েক মাসে ও আমাদের পরিকল্পনার বড় অংশ। এই নিয়ে অহেতুক কাটা-ছেঁড়া করতে চাই না। মাঝের ওভারগুলোয় আপনার এমন ক্রিকেটার দরকার, যে আগ্রাসী ক্রিকেট খেলে দলকে আরও একটু এগিয়ে দেবে। দু-তিনটি ম্যাচের পারফর্ম্যন্সের উপর নির্ভর করে সেটা বিচার করা কখনও কখনও নিতান্ত কঠিন হয়ে দাঁড়ায়। তাছাড়া স্ট্রাইক-রেটের নিরিখে ওর আইপিএল খারাপ কাটেনি। ব্যাটিং গড় হয়ত আরও একটু ভালো হতে পারত।''
দ্রাবিড়় আরও বলেন, ''আক্রমণাত্মক খেলার চেষ্টায় কেয়কটা ম্যাচে খারাপ পারফর্ম্যান্স হতেই পারে। তবে ও আমাদের ব্যাটিং লাইনআপের অবিচ্ছেদ্য অঙ্গ।''উল্লেখ্য, গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে গত আইপিএলে ৩৪০ রান করেছিলেন পন্থ।