এক্সপ্লোর
Advertisement
অভিষেক টেস্টে চোট পেয়ে মাত্র ১০ বল করে মাঠের বাইরে বেরিয়ে যেতে হল শার্দুলকে
হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারত শুরুটা দারুন করেছে। কিন্তু দিনের শুরুতে ধাক্কাও খেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এদিনই অভিষেক হল পেস বোলার শার্দুল ঠাকুরের। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হল তাঁকে।
প্রথম সেশনে মাত্র ১০ টি বলই করতে পেরেছেন শার্দুল। কিন্তু এরইমধ্যে মাংস পেশির চোটের জন্য সমস্যায় পড়তে দেখা যায় তাঁকে। মাঠে চলে আসেন ফিজিও।কিন্ত শার্দুলের সমস্যা কাটেনি। ফলে মাঠের বাইরে চলে আসতে হয় তাঁকে।
অভিষেক ম্যাচে মাত্র ১০ বল করে মাঠের বাইরে চলে আসাটা কোনও বোলারের কাছেই একটা বড় ধাক্কা।
তাঁর চোটের জন্য ভারতীয় দলকেও সমস্যায় পড়তে হয়। কারণ, দলে আর একজন পেসার রয়েছেন। তিনি হলেন উমেশ যাদব। উমেশ ছাড়া ভারতীয় দলে রয়েছেন তিনি স্পিনার। ফলে নতুন বলে বোলিংয়ের ক্ষেত্রে দলকে সমস্যায় পড়তে হতে পারে।
এখন দেখার, শার্দুলের চোট খুব বেশি গুরুতর কিনা এবং কত তাড়াতাড়ি তিনি মাঠে ফিরতে পারেন। উল্লেখ্য, এর আগে এশিয়া কাপেও চোটের জন্য টুর্নামেন্ট চলাকালেই দেশে ফিরে এসেছিলেন।
শার্দূলের চোট নিয়ে বিসিসিআই বিবৃতিও দিয়েছে। এতে বলা হয়েছে, শার্দুলকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। আজ মাঠে নামবেন না তিনি। এই টেস্টে তিনি আর খেলতে পারবেন কিনা, সে বিষয়ে স্ক্যান রিপোর্ট দেখার পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement