Duleep Trophy: উত্তরাঞ্চলের বিরুদ্ধে অর্ধশতরান অভিষেকের, বল হাতে পাঁচ উইকেট নিলেন বাংলার শাহবাজ
Shahbaz Ahmed: ৮৬ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন শাহবাজ আহমেদ। তাঁর বোলিংয়ের দাপটেই ম্যাচের শেষদিনে ১১২ রানে সাত উইকেট হারায় উত্তরাঞ্চল।
পুদুচেরি: দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে (Duleep Trophy) উত্তরাঞ্চলের বিরুদ্ধে এক হতাশাজনক ড্রয়ে করেই সন্তুষ্ট থাকতে হল মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন পূর্বাঞ্চলকে (East Zone vs North Zone) । প্রথম ইনিংসে উত্তরাঞ্চল লিড নিতে সক্ষম হওয়ায় মনোজদের মাত দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে কোয়ালিফাই করল উত্তরাঞ্চল। তবে পূর্বাঞ্চলের হতাশার দিনেও প্রভাবিত করলেন বাংলার দুই ক্রিকেটার, অভিষেক পোড়েল এবং শাহবাজ আহমেদ।
শাহবাজের দাপট
গতকাল যশ ধুলের অনবদ্য ১৯৩ রানের সুবাদে উত্তরাঞ্চল দিনের শেষে তিন উইকেটে ৪৩৩ রান তুলে ফেলেছিল। উত্তরাঞ্চল প্রথম ইনিংসে লিড পেয়ে যাওয়ায় এবং ম্যাচে মাত্র একদিন অবশিষ্ট থাকার ফলে, ফলাফল মোটামুটি আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। শেষদিনে পূর্বাঞ্চল কতটা লড়াই করতে পারে, সেটাই দেখার ছিল। পূর্বাঞ্চলের হয়ে লড়াইটা করলেন বাংলার শাহবাজ। ৮৬ রানের বিনিময়ে পাঁচটি উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার। তাঁর বোলিংয়ের দাপটেই ম্যাচের শেষদিনে ১১২ রানেই সাত উইকেট হারায় উত্তরাঞ্চল।
শাহবাজের দাপটে উত্তরাঞ্চলের মিডল অর্ডার কার্যত হাবুডুবু খায়। এরপর সকলকে চমকে দিয়ে পূর্বাঞ্চলের হয়ে মনোজ ওপেনিং করতে নামলেও, তিনি ১০ রানের বেশি করতে পারেননি। প্রথম ইনিংসে শতরানকারী বিরাট সিংহও সাত রানেই সাজঘরে ফেরেন। তবে চার নম্বরে ব্যাট নেমে অভিষেক নিজের আগ্রাসী ব্যাটিংয়ে সকলকেই প্রভাবিত করেন। মাত্র ৫১ বলেই নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। অনুষ্টুপ মজুমদার ২১ রানে অপরাজিত থাকেন। ম্যাচ ড্রয়েই শেষ হয়। প্রথম ইনিংসে লিডের সুবাদে পরের রাউন্ডে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে উত্তরাঞ্চল। পশ্চিমাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের অপর ম্যাচটিও ড্র হয়।
An interaction to remember! 👍 👍@ajinkyarahane88, captaining the West Zone in the #DuleepTrophy, spoke with the members of the North East Zone. 👌 👌 pic.twitter.com/qL6Fjx0GYy
— BCCI Domestic (@BCCIdomestic) September 11, 2022
রাহানের পরামর্শ
এই ম্যাচের ফলাফলও আগের থেকেই নির্ধারিত ছিল। গতকাল খেলা শেষে ৩৬৭ রানে এগিয়ে ছিল পশ্চিমাঞ্চল। তাই উত্তর পূর্বাঞ্চলের জয়ের আশা ছিলই না। শেষদিন পশ্চিমাঞ্চলের প্রাপ্তি বলতে অতীত শেঠের আগ্রাসী শতরানের ইনিংস। আর উত্তর পূর্বাঞ্চলের প্রাপ্তি, ম্যাচ শেষে পশ্চিমাঞ্চলের অধিনায়র অজিঙ্ক রাহানের সঙ্গে কথা বলার সুযোগ। নিজেদের দলীপ ট্রফির অভিষেক ম্যাচে উত্তর পূর্বাঞ্চলের তরুণদের লড়াই রাহানেকে বেশ প্রভাবিত করেছে। অপরদিকে রাহানের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে কথোপকথন তরুণ ক্রিকেটারদের উন্নতিতে সাহায্যই করবে।
আরও পড়ুন: ইচ্ছা করে বিরাটকে বিপাকে ফেলেছিলেন সৌরভ! চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন পাক অধিনায়কের