Virat Kohli: ইচ্ছা করে বিরাটকে বিপাকে ফেলেছিলেন সৌরভ! চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন পাক অধিনায়কের
Rashid Latif: লতিফের মতে সৌরভ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই সব থেকেই সবকিছু এলোমেলো হওয়া শুরু হয় এবং ইচ্ছা করেই বিরাটকে বিপাকেও ফেলা হয়।
নয়াদিল্লি: এশিয়া কাপের আগে পর্যন্ত বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে চর্চার অন্ত ছিল না। প্রায় তিন বছর ভারতীয় দলের হয়ে একটি শতরান না করায় অনেকেই বিরাটের দলে জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তুলছিলেন বটে। তবে এশিয়া কাপেই রাজকীয় মেজাজে ফিরে এসেছেন 'কিংগ কোহলি'। বহু অপেক্ষার পর আফগানিস্তানের বিরুদ্ধে ৭১তম শতরান তো এসছেই, পাশাপাশি দুইটি অর্ধশতরান করেও ফর্মে ফেরার আভাস দিয়েছেন বিরাট কোহলি। তবে এশিয়া কাপটা ভাল কাটলেও গত বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত সময়টা সব মিলিয়ে কোহলির জন্য খুব একটা সুখকর হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বিশ ওভারের ফর্ম্যাটে ভারতের অধিনায়কত্ব ছাড়েন কোহলি। এরপর তুমুল বিতর্কের মাঝে তাঁকে ওয়ান ডে দলের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সফর শেষে টেস্ট অধিনায়কত্বকেও আলবিদা জানান কোহলি। এইসবের মধ্যেই তাঁর সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মন কষাকষি এবং বিরোধের জল্পনা বারবার খবরের শিরোনাম দখল করে। এবার সরাসরি সৌরভের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ আনলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)। তাঁর মতে সৌরভ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই সব থেকেই সবকিছু এলোমেলো হওয়া শুরু হয় এবং ইচ্ছা করেই বিরাটকে বিপাকেও ফেলা হয়।
বিপাকে ফেলার চেষ্টা
অজয় জাডেজার সঙ্গে কথোপকথনের সময় লতিফ বলেন, 'ওরা (ভারত) ধোনিকে বিশ্বকাপে মেন্টর হিসাবে দলের সঙ্গে নিয়ে যায়। তার আগেই ও (কোহলি) টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে। আমারা তো সকলে খুবই অবাক হয়েছিলাম। কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত আনফিট হওয়ায় কেএল রাহুলকে অধিনায়ক ঘোষণা করা হয়। ওই সফরেই কোহলি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথাও ঘোষণা করে। মোটের ওপর বলতে গেলে একইসঙ্গে খুব দ্রুত অনেক কিছু ঘটে চলেছিল।' লতিফ আরও যোগ করেন, '২০১৯ বিশ্বকাপের সময়ে যদি আমরা ফিরে যাই। তখন রবি শাস্ত্রী কোচ ছিল। তবে সৌরভের আসার পর থেকেই সব বদলাতে শুরু করে। শাস্ত্রী পরে রাহুল দ্রাবিড় দলের দায়িত্ব নেন। আমার মতে ভিতর ভিতর কিছু না কিছু তো চলছিলই। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল একজন খেলোয়াড়, যে নিজের জীবনের সেরা সময়ে রয়েছে, তাঁকে ইচ্ছাকৃত বিপাকে ফেলার চেষ্টা করা হচ্ছে।'
বিরাটের প্রসঙ্গে সৌরভ
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ কিন্তু বিরাটকে প্রশংসায়ই ভরান। তাঁর কথায় বিরাটের সঙ্গে বিন্দুমাত্র মতবিরোধ রয়েছে বলে মনে হয়নি। বিরাটের সঙ্গে তুলনা প্রসঙ্গে সৌরভ বলেন, 'আমার মতে ও (বিরাট) আমার থেকে অধিক দক্ষ। আমরা দুইজন দুইটি পৃথক সময়ে নিজেদের ক্রিকেটটা খেলেছি এবং প্রচুর সংখ্যক ম্যাচ খেলেছি। আমার সময়ে আমি অনেকদিন খেলেছি এবং ওর সময়ে ও নিজের খেলা চালিয়ে যাচ্ছে এবং সম্ভবত আমার থেকে বেশি ম্যাচও খেলবে ও। বর্তমানে আমি ওর থেকে বেশি ম্যাচ খেলেছি। তবে আমায় ছাড়িয়ে যাবে। এককথায় ও অনবদ্য একজন ক্রিকেটার।'
আরও পড়ুন: কোহলি বলেই সম্ভব! রোহিত, রাহুলরা এতদিন শতরান না করলে বাদ পড়তেন, মত গম্ভীরের