এক্সপ্লোর
গোল ওয়েডসন-প্লাজার, শিবাজিয়ান্সের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের

পুণে: অবশেষে এবারের আই লিগে জয় পেল ইস্টবেঙ্গল৷ প্রথম ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট হারানোর পর শনিবার অ্যাওয়ে ম্যাচে শিবাজিয়ান্সকে ২-১ গোলে হারাল লাল-হলুদ৷ গোল পেলেন দুই বিদেশি ওয়েডসন ও উইলিস প্লাজা৷ এদিন জয়ের লক্ষ্যে প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ৷ ১৩ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের মধ্যে ওয়েডসনকে কড়া ট্যাকল করেন পয়েরি৷ পেনাল্টি পায় মর্গ্যান ব্রিগেড৷ পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ওয়েডসন৷ দ্বিতীয়ার্ধে গৌরামাঙ্গি সিংহের গোলে সমতা ফেরায় শিবাজিয়ান্স৷ তবে, তাদের উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ ম্যাচের ৮০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে নিজের প্রথম গোলটি করেন অপর এক নবাগত বিদেশি প্লাজা৷ বক্সের বাইরে বল পেয়ে দুরন্ত শটে গোল করেন তিনি৷ এই গোলেই তিন পয়েন্ট পেল ইস্টবেঙ্গল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান






















